কফির দাম বাড়তে পারে

Looks like you've blocked notifications!

এবারের বাজেটে কফির দাম বাড়তে পারে। আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় সংসদে বাজেট পেশ শুরু করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রক্রিয়াজাত ও রেডি টু কনজিউম কফি আমদানিতে ২০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। এতে এ পণ্যের দাম বাড়তে পারে।

সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন। শুরুতে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অর্থমন্ত্রী বাজেট পেশ শুরু করেন। এ সময় স্পিকার বলেন, ‘মাননীয় মন্ত্রী, আপনি চাইলে বসে বসে বাজেট পেশ করতে পারেন।’

অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় বলেন, ‘র রোস্টেড কফির মোট করভার ৮৯ দশমিক ৩২ শতাংশ হলেও অধিকতর প্রক্রিয়াজাত ও রেডি টু কনজিউম কফির মোট করভার ৫৮ দশমিক ৬০ শতাংশ। রাজস্ব সুরক্ষার স্বার্থে প্রক্রিয়াজাত ও রেডি টু কনজিউম কফির আমদানি পর্যায়ে ২০ শতাংশ‌ সম্পূরক শুল্ক আরোপ করার প্রস্তাব করছি।’