কোনো ব্যাংক বন্ধ হবে না, আমানত নিরাপদে আছে : বাংলাদেশ ব্যাংক

Looks like you've blocked notifications!
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি

বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাংকের আমানত তুলে নেওয়ার যে খবর প্রচারিত হচ্ছে, সেটি সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক এবং সঠিক নয় বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। 

আজ রোববার বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এক জরুরি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ব্যাংকসমূহে জনগণের আমানত সম্পূর্ণ নিরাপদে রয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক দেশবাসীকে ব্যাংকিং ব্যবস্থায় আস্থা রাখার অনুরোধ জানিয়ে বলেছে, বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা অত্যন্ত সুদৃঢ় অবস্থায় রয়েছে এবং ব্যাংকিং ব্যবস্থায় তারল্যের কোনো সঙ্কট নেই।

কেন্দ্রীয় ব্যাংক আরও উল্লেখ করেছে, বাংলাদেশের স্বাধীনতার ৫১ বছরে কোনো ব্যাংক বন্ধ হয়নি। আশা করা যায় আগামীতেও বাংলাদেশের কোনো ব্যাংক বন্ধ হবে না।