কোম্পানি করদাতাদের রিটার্ন দাখিলের সময় বাড়ল

Looks like you've blocked notifications!

কোম্পানি করদাতারা তাদের বার্ষিক আয়কর রিটার্ন আগামী ১৫ জুন পর্যন্ত জমা দিতে পারবেন। জাতীয় রাজস্ব বোর্ড গতকল সোমবার রাতে (১৫ মে) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

এনবিআরের দ্বিতীয় সচিব (কর আইন-১) মহিদুল ইসলাম চৌধুরীর সই করা ‘কোম্পানি শ্রেণির করদাতার ২০২২-২৩ কর বছরের রিটার্ন দাখিলের সময়সীমা বর্ধিতকরণ’ শীর্ষক প্রজ্ঞাপনে বলা হয়েছে, যে সব কোম্পানি সময় বাড়ানোর আবেদন করেছেন তাদের জন্য ২০২২-২৩ কর বছরের আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা ১৫ জুন ২০২৩ পর্যন্ত বার্ধিত করা হলো।

আয়কর অধ্যাদেশ অনুযায়ী, ব্যক্তিশ্রেণির করদাতাদের পাশাপাশি কোম্পানি শ্রেণির করদাতাদেরও বাধ্যতামূলক আয়কর রিটার্ন জমা দিতে হয়।