গরুর মাংসের দাম ৭০০ টাকা!

Looks like you've blocked notifications!

পবিত্র শবে বরাতকে সামনে রেখে গরুর মাংসসহ বেশ কিছু পণ্যের দাম বেড়েছে। এক সপ্তাহ আগে গরুর মাংস স্থানভেদে ৬০০ থেকে ৬৫০ টাকায় বিক্রি হলেও আজ শুক্রবার তা ৭০০ টাকায় বিক্রি হতে দেখা যায়। এ ছাড়া বিভিন্ন সবজির ও মুরগির দামও বেড়েছে। তবে অপরিবর্তিত রয়েছে আটা, ময়দা, চিনি ও দুধের দাম।

আজ শুক্রবার রাজধানীর যাত্রাবাড়ী ও কাওরান বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

রাজধানীর দুটি কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, সকাল থেকে দুপুর পর্যন্ত গরুর মাংসের দোকানে ভিড় লেগেই আছে।

মাংস ব্যবসায়ী কবির আহমেদ এনটিভি অনলাইনকে বলেন, আজ গরুর মাংস ৭০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। জবাই করার আগেই সিরিয়াল লেগেই আছে। চাহিদা বেশি থাকায় গরুর দাম বেশি, তাই মাংসের দামও বেশি। অন্যদিকে গাজরের দামও দ্বিগুণ হয়ে গেছে। গত সপ্তাহে ২০ টাকা কেজি বিক্রি হলেও আজ তা ৪০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

গুলশান গুদারাঘাটের সবজি বিক্রেতা জনি বলেন, এখন তাও কিনতে পারছেন। দুদিন পর ৬০ টাকা দরে কিনতে হবে।

এদিকে বাজারে খোলা চিনি ৮০ টাকা, আটা ৩৫ টাকা, সুজি ৮০ টাকা কেজি, ভারতীয় পেঁয়াজ প্রতি কেজি ৪০ টাকা, দেশি পেঁয়াজ ৫০ টাকা, ডিমের ডজন ১১০ টাকা করে বিক্রি হচ্ছে। পাকিস্তানি মুরগির দামও কেজিতে ২০ টাকা বেড়েছে। আগে ৩০০ টাকায় বিক্রি হলেও শুক্রবার ৩২০ টাকায় বিক্রি হচ্ছে। আর ব্রয়লার মুরগির দাম নেওয়া হচ্ছে ১৭০ টাকা কেজি।