ডলারের দাম আরও ৪৫ পয়সা বাড়ল

Looks like you've blocked notifications!
ডলারের প্রতীকী ছবি।

মার্কিন ডলারের বিপরীতে টাকার মান আরও ৪৫ পয়সা কমিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আজ মঙ্গলবার প্রতি ডলারের বিনিময়মূল্য ৪৫ পয়সা কমিয়ে ৯১ টাকা ৯৫ পয়সা ডলারের দাম নির্ধারণ করা হয়েছে। এর আগে গতকাল সোমবার প্রতি ডলারের বিনিময়মূল্য এক টাকা ৬০ পয়সা কমিয়ে ৯১ টাকা ৫০ পয়সা ডলারের দাম নির্ধারণ করা হয়।

ডলারের দর ব্যাংকগুলোর ওপর ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের পর থেকে পাঁচ দিনে চার দফায় দাম কমলো টাকার। গত মে মাসেও ডলারের বিপরীতে চার দফা কমেছিল টাকার মান।

এর আগে গত বৃহস্পতিবার প্রতি মার্কিন ডলারের দাম ৮৯ টাকা ৯০ পয়সা নির্ধারণ করেছিল বাংলাদেশ ব্যাংক, যা তার আগে ছিল ৮৯ টাকা। ফলে চারদিনেই ডলারের বিপরীতে টাকার মান কমলো আরও এক টাকা ৬০ পয়সা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ডলারের বিনিময় মূল্য দাঁড়িয়েছে ৯১ টাকা ৫০ পয়সা।

গত ২৩ মার্চ আরও ২০ পয়সা বাড়িয়ে ৮৬ টাকা ২০ পয়সা নির্ধারণ করে, ২৭ এপ্রিল ২৫ পয়সা বাড়িয়ে এক ডলারের বিনিময় ৮৬ টাকা ৪৫ পয়সা করা হয়েছিল। চলতি মাসের মে মাসের ৯ তারিখ ডলারের বিনিময়মূল্য ২৫ পয়সা বাড়িয়ে ৮৬ টাকা ৭০ পয়সা নির্ধারণ করা হয়েছিল।