ডলারের দাম ৯৩ টাকা ছুঁই ছুঁই

Looks like you've blocked notifications!

মার্কিন ডলারের দাম আরও ১০ পয়সা বেড়েছে।  আজ মঙ্গলবার প্রতি ডলার ৯২.৯০ টাকা দরে বিক্রি করছে কেন্দ্রীয় ব্যাংক। এর আগে গত সোমবার ডলারের দাম ছিল ৯২.৮০ টাকা।

এদিকে গত দুই মাস ধরেই বাড়ছিল ডলারের দাম। এর আগে গত ২৯ মে দেশে ডলারের এক রেট ৮৯ টাকা বেঁধে দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। কিন্তু পরবর্তীতে এই রেট উঠিয়ে দিয়ে ডলারের দর বাজারের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। আর বাজারের উপর ছেড়ে দেওয়ার পর ৬ বার বাড়ল ডলারের দাম।

গত মাসে ডলারের দাম বেড়ে খোলাবাজারে ১০২ টাকা অতিক্রম করে রেকর্ড গড়েছিল। পরে কিছুটা কমে বর্তমানে খোলবাজারে ৯৭ থেকে ৯৯ টাকায় ডলার বেচাকেনা হচ্ছে।