ফের বাড়ল সোনার দাম, ভরি ৭৭,২১৬ টাকা
দেশের বাজারে আবার সোনার দাম বেড়েছে। এবার ভরি প্রতি দাম বাড়ানো হয়েছে চার হাজার ৪৩২ টাকা।
আজ বুধবার রাতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
মাত্র ১২ দিনের ব্যবধানে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়ে এতে বলা হয়েছে, ২২ ক্যারেটের সোনার ভরিপ্রতি সর্বোচ্চ দাম পড়বে ৭৭ হাজার ২১৬ টাকা। অপরিবর্তিত রয়েছে রূপার দাম।
আগামীকাল বৃহস্পতিবার থেকে নতুন এই দাম কার্যকর হবে বলে জানানো হয়েছে।
এর আগে সোনার দাম বাড়ানো হয় গত ২৪ জুলাই।