বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ

Looks like you've blocked notifications!
যশোরের বেনাপোল স্থলবন্দর। ছবি : সংগৃহীত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে

বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক আলী হোসেন জানান, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন উপলক্ষে সরকারি ছুটি থাকায় বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে কোনো পণ্য আমদানি-রপ্তানি হচ্ছে নাআগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় কার্যক্রম শুরু হবে

ভারতের পেট্রাপোল বন্দর সিঅ্যান্ডএফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, প্রতি বছর এ দিনটিতে বাংলাদেশের কাস্টমস ও বন্দর বন্ধ থাকায় এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকে

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল জানান, ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে সরকারি ছুটির কারণে আমদানি-রপ্তানি বন্ধসহ অভ্যন্তরে পণ্য ওঠানামাও বন্ধ রয়েছেবন্দরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এজন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, সরকারি ছুটিতে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দুদেশের মধ্যে পাসপোর্ট যাত্রী যাতায়াত অন্য দিনের মতো স্বাভাবিক রয়েছে

এদিকে, আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকায় বন্দরের দুপারে প্রবেশ অপেক্ষায় সহস্রাধিক পণ্যবাহী ট্রাক আটকা পড়েছেএসব পণ্যের মধ্যে শিল্পকারখানার কাঁচামাল, গার্মেন্টস, তৈরি পোশাক, পাটজাত পণ্য, কেমিকেল ও খাদ্যদ্রব্য জাতীয় পচনশীল পণ্য রয়েছে