বাংলাদেশকে ৯৪০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দেবে বিশ্ব ব্যাংক

Looks like you've blocked notifications!
ভ্যাকসিনের জন্য বিশ্বব্যাংকের ১২০০ কোটি ডলার অনুমোদন। ছবি : সংগৃহীত

বাংলাদেশের ভ্যাকসিন কার্যক্রমের জন্য প্রশংসা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আগামী বছরে স্বাস্থ্যখাতে ব্যয়ের জন্য বাংলাদেশকে ৯৪০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দেবে বিশ্ব ব্যাংক।

আজ বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এ আইনের খসড়ার অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

হাটবাজার স্হাপন ও ব্যবস্হাপনা আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আইনের খসড়ায় বলা হয়েছে, সরকারের অনুমোদন ছাড়া কোনো হাটবাজার বসানো যাবে না। সেক্ষেত্রে স্হায়ী হাটবাজারের জন্য জেলা প্রশাসকের অনুমতি লাগবে।

কেউ যদি সরকারের অনুমতি ছাড়া হাটবাজার বসায় তাহলে সেটা খাসজমি হিসেবে নিয়ে নিবে এবং ৫ লাখ টাকা জরিমানা ও এক বছরের কারাদণ্ড দেওয়া হবে।

এ ছাড়া আজকের বৈঠকে ভূমি উন্নয়ন কর আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে ২৫ বিঘা পর্যন্ত যাদের জমি আছে তাদের কর দিতে হবে না। এর বেশি হলেই পুরো জমির কর দিতে হবে। কারো যদি খাজনা দেওয়া তিন বছর বাকি থাকে তাহলে প্রতি বছরের করের সাথে ৬.২ শতাংশ বেশি দিতে হবে।