বাংলাদেশের অর্থনীতিতে ৫ ঝুঁকি দেখছে ডাব্লিউইএফ

Looks like you've blocked notifications!
ছবি : ফোকাস বাংলা

বাংলাদেশের অর্থনীতিতে পাঁচটি ঝুঁকি দেখছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ)। প্রথমে আছে উচ্চ মূল্যস্ফীতি। আরও যে চারটি ঝুঁকি রয়েছে তা হলো—ঋণসংকট, উচ্চ পণ্যমূল্যের ধাক্কা, মানবসৃষ্ট পরিবেশগত ক্ষতি ও সম্পদের জন্য ভূরাজনৈতিক প্রতিযোগিতা।

ডব্লিউইএফের ধারণাগত এই জরিপে মোট ৩৫টি ঝুঁকির কথা বলা হয়। জরিপে অংশগ্রহণকারীদের শীর্ষ পাঁচটি ঝুঁকি চিহ্নিত করতে বলা হলে তারা ক্রমানুসারে ওই পাঁচটি ঝুঁকি চিহ্নিত করেন। বাংলাদেশের মোট ৭২টি কোম্পানি জরিপে অংশ নেয়। 

অন্যান্য দেশেও তারা এই জরিপ করেছে। তাদেরও শীর্ষ পাঁচটি ঝুঁকি চিহ্নিত করতে বলা হয়। সার্বিক জরিপ থেকে তারা সারা বিশ্বে আগামী দুই বছরের অর্থনৈতিক ঝুঁকি চিহ্নিত করেছে। জরিপের ফলাফল থেকে তারা বলছে, বিশ্ব অর্থনীতি মন্দার কাছাকাছি পৌঁছে গেছে।

বাংলাদেশে ডব্লিউইএফের অংশীদার হিসেবে কাজ করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।