বিডিকমের পাঁচ শতাংশ হারে নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা
প্রযুক্তি খাতের কোম্পানি বিডিকম অনলাইন লিমিটেডের ২৪তম বার্ষিক সাধারণ সভা আজ বৃহস্পতিবার ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। ছবি : বিজ্ঞপ্তি
প্রযুক্তি খাতের কোম্পানি বিডিকম অনলাইন লিমিটেডের ২৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে এই সভা হয়।
কোম্পানির চেয়ারম্যান ওয়াহিদুল হক সিদ্দিকীর সভাপতিত্বে সভায় প্রতিষ্ঠানের পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক এস এম গোলাম ফারুক আলমগীর, প্রধান অর্থনৈতিক কর্মকর্তা ও বিপুল শেয়ার হোল্ডার উপস্থিত ছিলেন।
বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।
সভায় ২০১৯-২০২০ অর্থবছরের নিরীক্ষিত হিসাব এবং এ সম্পর্কে পরিচালনা পর্ষদ ও নিরীক্ষকের প্রতিবেদন গ্রহণ এবং অনুমোদন করা হয়।
এ ছাড়া শতকরা পাঁচ ভাগ হারে নগদ ও পাঁচ ভাগ হারে বোনাস লভ্যাংশ ঘোষণা ও অনুমোদন করা হয়।

নিজস্ব প্রতিবেদক