ব্যাংকে লেনদেন সকাল ১০টা থেকে দেড়টা পর্যন্ত

Looks like you've blocked notifications!
বাংলাদেশে ব্যাংক লেনদেনের একটি দৃশ্য। ফাইল ছবি

করোনাভাইরাসের সংক্রমণ রোধে ‌‘কঠোর লকডাউনে’ ব্যাংকে লেনদেন চলবে সকাল ১০ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত।

আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগের মহাব্যবস্থাপক আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত একটি সার্কুলার সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। সার্কুলার থেকে জানা গেছে, ব্যাংক লেনদেন সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চলবে এবং অন্যান্য আনুষাঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য ব্যাংক খোলা থাকবে বিকেল ৩টা পর্যন্ত।

এ ছাড়া প্রতি সপ্তাহে শুক্র, শনি ও রোববার ব্যাংক বন্ধ থাকবে। বাকি চারদিন ব্যাংকের কার্যক্রম চলবে। 

এদিকে নভেল করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারা দেশে আগামীকাল বৃহস্পতিবার থেকে সাত দিনের বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আজ দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের মাঠপ্রশাসন সমন্বয় অধিশাখা ২১ দফা বিধিনিষেধের এ প্রজ্ঞাপন জারি করে।