ভোমরা স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ

Looks like you've blocked notifications!
ভোমরা স্থলবন্দর, এনটিভির ফাইল ছবি

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। ইমপোর্ট পারমিটের মেয়াদ না থাকায় আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) থেকে পেঁয়াজ আমাদনি কার্যক্রম বন্ধ থাকবে বলে জানা গেছে।

বন্দরে অপেক্ষায় থাকা প্রায় ১১০ ট্রাক পেঁয়াজ অবশ্য আজ বৃহস্পতিবার ভোমরা বন্দর দিয়ে বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে।

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খান বলেন, ‘প্রতি বছর ১৫ মার্চ পর্যন্ত পেঁয়াজ আমাদানির লিখিত অনুমতি থাকে। সেটির মেয়াদ শেষ হওয়ায় পেঁয়াজ আমদানি বন্ধ হচ্ছে। নতুন পারমিট দিলে তারপর আবার আমদানি শুরু হবে।’

ভোমরা স্থলবন্দরের রাজস্ব কর্যালয়ের ডেপুটি কমিশনার নেয়ামুল হাসান বলেন, ‘আমদানিকারকরা ব্যক্তিগত উদ্যোগে পেঁয়াজ আমদানি করতে চাইলে সেটি সম্ভব। এছাড়া নতুন করে কবে নাগাদ পারমিশন পাওয়া যাবে, তা এখনই বলা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে দেশে পেঁয়াজের উৎপাদন ভালো হওয়ায় ভারতীয় পেঁয়াজের ওপর নির্ভরশীলতা কমানোর জন্য দেরি করে অনুমতি দেওয়া হতে পারে।’