রাজধানীর বাজার

মুরগির দাম নাগালের বাইরে

Looks like you've blocked notifications!
ফাইল ছবি

রাজধানীর বাজারগুলোতে ব্রয়লার মুরগিসহ সব জাতের মুরগির দাম বেড়েছে। বাড়তি দামের কারণে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে।

আজ শুক্রবার রাজধানীর কারওয়ানবাজার, মালিবাগ, মিরপুর, যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকায় দেখা গেছে—ব্রয়লার মুরগির দাম কেজিতে বেড়েছে ১৫ টাকা পর্যন্ত। ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ১৮০-১৮৫ টাকা দরে।

এদিকে, ব্রয়লার মুরগির পাশাপাশি দাম বেড়েছে পাকিস্তানি কক বা সোনালি মুরগিরও। ব্যবসায়ীরা সোনালি মুরগির কেজি বিক্রি করছেন ২৯০-৩০০ টাকা দরে।

কারওয়ানবাজারে ব্যবসায়ী ফারুক জানান, বর্তমানে ব্রয়লার মুরগির উৎপাদন কমের কারণে মুরগি বাজারে কম। তাই দাম বাড়ছে। তিনি বলেন, কিছুদিন আগে মুরগির দাম কিছুটা কমেছিল। আমরা ধারণা করেছিলাম ডিসেম্বর-জানুয়ারিতে দাম কিছুটা কম থাকবে। 

সবজির বাজার

সবজির বাজারে দেখা গেছে, ব্যবসায়ীরা ফুলকপির পিস বিক্রি করছেন ৬০ টাকা দরে। বিচি ছাড়া শিমের কেজি ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। বিচি শিম ৭০ টাকা, নতুন আলুর কেজি বিক্রি হচ্ছে ৩০ টাকা। পাকা টমেটো ও গাজ ৬০ টাকা। গাজরের কেজি বিক্রি হচ্ছে ৫০ টাকা, বরবটি ৭০ টাকা, মুলা বিক্রি হচ্ছে ৪০ টাকা দরে, শাল গম (ওল কপি) কেজি ৪০ টাকা, লাল শাকের আঁটি ১৫ টাকা, মুলা শাকের আঁটি ১৫ টাকা এবং পালং শাকের আঁটি বিক্রি হচ্ছে ২০ টাকা।

মাছের বাজার

মাছ বাজার ঘুরে দেখা গেছে, রুই ও কাতল মাছের কেজি বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৪৫০ টাকা দরে। শিং ও টাকির কেজি ৩৫০ টাকা, শোল মাছ ৬৫০ টাকা, তেলাপিয়া ও পাঙাশের কেজি ১৭০ টাকা। অপরদিকে, এক কেজি ওজনের ইলিশ মাছ বিক্রি হচ্ছে ১২০০ টাকা।