রাজধানীতে ইলিশের সরবরাহ বেড়েছে, দামও হাতের নাগালে

Looks like you've blocked notifications!
রাজধানীর মাছের আড়তগুলোতে বেড়েছে ইলিশের সরবরাহ। মাঝারি থেকে বড়- সব আকারের ইলিশই মিলছে বাজারগুলোতে। দামও অনেকটা হাতের নাগালে। ছবিটি আজ শুক্রবার বিকেলে কারওয়ানবাজার এফডিসি গেটের পাশের পাইকারি মাছের বাজার থেকে তোলা। ছবি : মোহাম্মদ ইব্রাহিম

রাজধানীতে ইলিশ মাছের সরবরাহ বেড়েছে। দামও হাতের নাগালে। সাধ্যের মধ্যে পছন্দমতো ইলিশ মাছ কিনতে পেরে খুশি রাজধানীবাসী।

আজ শুক্রবার কারওয়ানবাজার, যাত্রাবাড়ী, শনির আখড়া, টিকাটুলিসহ কয়েকটি এলাকার মাছের বাজারে গিয়ে দেখা গেছে, আড়তগুলোতে ইলিশ মাছ কিনতে ভিড় জমিয়েছেন ক্রেতারা। বিক্রেতারাও ব্যস্ত সময় পার করছেন।

যাত্রাবাড়ী মাছের আড়তে সকালে মাছ কিনতে আসেন তোবারক মিয়া (৪৫)। তিনি পাশের একটি আবাসিক এলাকায় পরিবার নিয়ে থাকেন। এই ক্রেতা এনটিভি অনলাইনকে বলেন, ‘দীর্ঘদিন ধরে মাছ ধরায় নিষেধাজ্ঞা ছিল। এখন বাজারে মাছ আসছে। কম টাকায় ইলিশ মাছ ক্রয় করা যাবে, তাই বাজারে এসেছি।’ তিনি আরো বলেন, ‘বছরের অন্য সময়ে ইলিশ মাছ পাওয়া গেলেও এ সময়ে মাছের দাম কম থাকে। তাই বেশি পরিমাণে ইলিশ মাছ কিনতে এসেছি।’

শনির আখড়ার বাসিন্দা ইমু দাশ (৪০) বলেন, ‘আজ শুক্রবার বন্ধের দিন, এ কারণে বাজার করতে এসেছিলাম। বাজারে এসে দেখি ইলিশে সয়লাব। দামও কম। তাই অন্য বাজার কম করে ইলিশ মাছ একটু বেশি কিনে নিয়ে যাচ্ছি।’ তিনি আরো বলেন, ‘বাজারে কিছু ইলিশ মাছে ডিম রয়েছে। আবার কিছু মাছ ডিম ছাড়া। তবে মাছগুলো টাটকা মনে হচ্ছে।’

যাত্রাবাড়ীর মাছ ব্যবসায়ী সামসুল ইসলাম এনটিভি অনলাইনকে বলেন, ‘আজ এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৭৫০ থেকে ৮০০ টাকায়। আর ৮০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৫০০ টাকা কেজি দরে। অপরদিকে ৫০০-৬০০ গ্রামের ছোট ইলিশ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৩৫০ থেকে ৪০০ টাকায়। তিনি বলেন, ‘বাজারে প্রচুর ইলিশ আসছে। সে কারণে দাম কমেছে। ইলিশের সরবরাহের কারণে অন্য মাছের দাম বেশি চাইলে ক্রেতারা মুখ ফিরিয়ে নিচ্ছেন।’

আজ বিকেলে কারওয়ানবাজারে এফডিসি গেটের পাশের মাছের আড়তে গিয়ে দেখা গেছে, এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৮৫০-৯০০ টাকায়, যা কিছু দিন আগেও ছিল ১১০০-১২০০ টাকা। ৭৫০-৮০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৬০০-৭৫০ টাকার মধ্যে। আধা কেজি ওজনের ইলিশের দর ৪০০-৪৫০ টাকার মধ্যে।

এ ছাড়া এ বাজারে পাবদা মাছের কেজি ২৫০ থেকে ৩২০ টাকা, রুই ২২০ থেকে ৩০০ টাকা, শিং মাছ ৩০০ থেকে ৩৫০ টাকা, পাঙ্গাশ ১১০ থেকে ১২০ টাকা, তেলাপিয়া ১১০ থেকে ১৩০ টাকা, চিংড়ি ৪০০ থেকে ৫০০ টাকা, কই মাছ ১১০ থেকে ১২০ টাকা, সরপুঁটি ১৩০ থেকে ১৫০ টাকা।