রোজা উপলক্ষে ভারত থেকে ৩৮০০ টন মসুর ডাল আমদানি

Looks like you've blocked notifications!
বেনাপোল বন্দর দিয়ে ট্রাকে করে ভারত থেকে মসুর ডাল আমাদানি করা হচ্ছে। ছবি : এনটিভি

আসন্ন রোজা উপলক্ষে বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে তিন হাজার ৮০০ মেট্রিক টন টিসিবির মসুরের ডাল আমদানি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাতে ১১০টি ট্রাকে ভারত থেকে মসুরের ডালের বড় চালান এসে পৌঁছায় বন্দরের ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে।

সিঅ্যান্ডএফ এজেন্ট কনফিডেন্স ট্রেড অ্যাসোসিয়েট মসুরের ডাল খালাসের জন্য প্রয়োজনীয় কাগজ বেনাপোল কাস্টমস হাউজে জমা দেয়। পরে রাত ১টা পর্যন্ত কাস্টমস ও বন্দরের সব আনুষ্ঠানিকতা শেষে মসুর ডালের চালানটি বেনাপোল বন্দর থেকে খালাস নিয়ে যায়। 

এক হাজার ১৩৬ দশমিক ১৩ মার্কিন ডলার মূল্যে প্রতি মেট্রিক টন মসুরের ডাল আমদানি  ভারত থেকে করা হয়েছে।

সিঅ্যান্ডএফ এজেন্ট কনফিডেন্স ট্রেড অ্যাসোসিয়েট ম্যানেজার মুর্তজা শরীফ বলেন, ‘চার হাজার মেট্রিক টন মুসুরের ডাল বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে আমদানি করা হয়েছে। চার হাজার টন এলসির বিপরীতে ১১০টি ভারতীয় ট্রাকে তিন হাজার ৮০০ টন মসুরের ডাল বেনাপোল বন্দরে এসে পৌঁছেছে। এগুলো খালাস করে নেওয়া হয়েছে। বাকি ২০০ টন ডাল দ্রুত ভারত থেকে আসবে।’

মুর্তজা শরীফ বলেন, ‘এ মসুরের ডাল আমদানি করতে প্রতি কেজি খরচ পড়ছে ১২৫ টাকা। এগুলো দ্রুত খালাস করে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে।’

কাস্টমস কমিশনার আব্দুল হাকিম বলেন, ‘টিসিবির ডালের চালন দ্রুত খালাশ করতে মাঠ পর্যায়ের কর্মকতাদের নির্দেশনা দেওয়া হয়েছে।’

বেনাপোল বন্দরের ডাইরেক্টর আব্দুল জলিল বলেন, ‘বন্দর থেকে দ্রুত মসুর ডালের চালানটি ছাড় হয়ে দেশের বিভিন্ন গন্তব্যে পৌঁছাবে। সেজন্য সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।’