সাত মাস পর ২ বিলিয়ন ডলার রেমিট্যান্সের রেকর্ড

Looks like you've blocked notifications!
ডলার। ছবি : ফ্রিপিক

চলতি বছরের মার্চ মাসে ২০১ কোটি ডলার (২.০১ বিলিয়ন) রেমিট্যান্স দেশে এসেছে। প্রবাসীদের পাঠানো এই রেমিট্যান্স গত সাত মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত বছরের আগস্টে দুই বিলিয়নের বেশি ডলার রেমিট্যান্স এসেছিল। ওই মাসে ২০৩ কোটি, অর্থাৎ দুই দশমিক শূন্য তিন বিলিয়ন  ডলার  রেমিট্যান্স দেশে পাঠিয়েছিলেন প্রবাসীরা।

আজ রোববার (২ এপ্রিল) কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, পুরো মার্চ মাসে বৈধপথে ২০১ কোটি ৭৭ লাখ ডলার রে‌মিট্যান্স এসেছে। দেশীয় মুদ্রায় (প্র‌তি ডলার ১০৭ টাকা ধরে) যার পরিমাণ ২১ হাজার ৫৮৯ কোটি টাকা। রেমিট্যান্সের এই পরিমাণ আগের মাসের চেয়ে ৪৫ কোটি ৭২ লাখ ডলার বেশি। গত ফেব্রুয়ারিতে রেমিট্যান্স এসেছিল ১৫৬ কোটি ১২ লাখ ডলার।

এ ছাড়া আগের বছরের (২০২২ সালের) মার্চের তুলনায় রেমিট্যান্স বেড়েছে আট দশ‌মিক ৪৯ শতাংশ বা ১৫ কো‌টি ৮০ লাখ ডলার। গত বছরের মার্চে প্রবাসী আয় ছিল ১৮৫ কোটি ৯৭ লাখ ডলার।