সিগারেটের সঙ্গে বাড়ছে গ্যাস লাইটারের দামও

Looks like you've blocked notifications!

২০২২-২৩ অর্থবছরের জাতীয় বাজেটে সিগারেটের দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এর সঙ্গে গ্যাস লাইটারের দাম বৃদ্ধিতেও দেওয়া হয়েছে প্রস্তাব।

জাতীয় সংসদে আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় বাজেট পেশ শুরু করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন। স্পিকার বলেন, ‘মাননীয় মন্ত্রী, আপনি চাইলে বসে বসে বাজেট পেশ করতে পারেন।’

বাজেট উত্থাপনের সময় অর্থমন্ত্রী তামাকজাত পণ্যের ব্যবহার কমাতে এবং রাজস্ব আদায় বাড়াতে বেশ কয়েকটি সুপারিশ প্রস্তাব করেন।

এ সময় অর্থমন্ত্রী বলেন, ‘বর্তমানে দেশে গ্যাস লাইটার বা দিয়াশলাই উৎপাদন হচ্ছে। তাই দেশীয় শিল্পের সুরক্ষার জন্য পণ্যটি আমদানির ক্ষেত্রে সম্পূরক শুল্ক ১০ শতাংশ আরোপ করার প্রস্তাব করা হয়েছে। একই বিবেচনায় লাইটারের যন্ত্রাংশের আমদানি শুল্ক ১০ শতাংশ হতে বৃদ্ধি করে ২৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।’