হিলিতে আমদানি-রপ্তানি বন্ধ

Looks like you've blocked notifications!

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে বন্ধ রয়েছে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম।

দিনাজপুরের বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত বলেন, সারা দেশে ঈদে মিলাদুন্নবী যথাযথ ধর্মীয় মর্যাদায় উদযাপন করা হচ্ছে। এ কারণে আজ সরকারি ছুটি হওয়ায় হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে সকাল থেকে দুদেশের মধ্যে সব ধরনের পণ্য আনা-নেওয়া বন্ধ রয়েছে। কাল থেকে যথারীতি এই বন্দর দিয়ে পুনরায় শুরু হবে বন্দরের সব কার্যক্রম। বন্ধের বিষয়টি বন্দরের আমদানি-রপ্তানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্টসসহ সব শ্রমিক সংগঠনকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে।’

এদিকে, হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেকেন্দার আলী জানান, হিলি চেকপোস্ট দিয়ে প্রতিদিন ভারত থেকে পাসপোর্টে যাত্রী আসা অব্যাহত আছে। তবে বাংলাদেশ থেকে ভারতে যাত্রী যাওয়া বন্ধ রয়েছে।