৯৫.৮৯ শতাংশ শ্রমিকের বেতন পরিশোধ করা হয়েছে : বিজিএমইএ

Looks like you've blocked notifications!

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) জানিয়েছে, এ পর্যন্ত ৯৫ দশমিক ৮৯ শতাংশ পোশাক শ্রমিকের মার্চ মাসের বেতন পরিশোধ করা হয়েছে।

আজ শনিবার এক বার্তায় দেশের পোশাক শিল্পের শীর্ষস্থানীয় এ বাণিজ্য সংস্থাটি জানায়, তৈরি পোশাক খাতের (বিজিএমইএর অধীন কারখানার) মোট ২৪ লাখ ৭২ হাজার ৪১৭ শ্রমিকের মধ্যে ২৩ লাখ ৭০ হাজার ৯১৭ জনের বেতন পরিশোধ করা হয়েছে। মোট দুই হাজার ২৭৪টি কারখানার মধ্যে প্রায় দুই হাজার ৭১টি কারখানা (৯১.০৭ শতাংশ) তাদের শ্রমিকদের বেতন পরিশোধ করেছে। বার্তা সংস্থা ইউএনবি এ খবর জানিয়েছে।  

এর আগে গত ১৫ এপ্রিল বিজিএমইএ সভাপতি রুবানা হক ১৬ এপ্রিলের মধ্যে বেশিরভাগ পোশাক শ্রমিকের মার্চ মাসের বেতন পরিশোধ করার আশ্বাস দেন।

এক বিবৃতিতে রুবানা হক বলেন, ‘বিজিএমইএ দৃঢ়ভাবে চায় সব শ্রমিককের মার্চ মাসের বেতন নিশ্চিত করা হোক। আপনারা আস্থা ও বিশ্বাস রাখুন মার্চের বেতন দেওয়া হবে।’