ইস্টার্ন হাউজিংয়ের মুনাফা কমেছে ৪৬%
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/05/28/photo-1432813948.jpg)
সেবা ও আবাসন খাতের কোম্পানি ইস্টার্ন হাউজিংয়ের চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (ফেব্রুয়ারি-এপ্রিল) কর-পরবর্তী নিট মুনাফা কমেছে ৪৬ শতাংশ। আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ছয় কোটি ৫৪ লাখ ২০ হাজার টাকা ও শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৭ পয়সা। তবে আগের হিসাব বছরের একই সময়ে এর মুনাফা হয়েছে ১২ কোটি ১১ লাখ ৬০ হাজার টাকা ও ইপিএস এক টাকা ৪৩ পয়সা।
অন্যদিকে চলতি হিসাব বছরের নয় মাসে (গত বছরের আগস্ট থেকে চলতি বছরের এপ্রিল) কোম্পানিটির মুনাফা হয়েছে ১৪ কোটি ১২ লাখ ৭০ হাজার টাকা ও ইপিএস এক টাকা ৬৭ পয়সা। তবে আগের হিসাব বছরের একই সময়ে মুনাফা হয়েছে ১৯ কোটি ২৪ লাখ ৯০ হাজার টাকা ও ইপিএস দুই টাকা ২৭ পয়সা।
২০১৪ সালের ৩১ জুলাই সমাপ্ত হিসাব বছরের জন্য এ কোম্পানির পক্ষ থেকে ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ হিসেবে দেওয়া হয়েছে। এ হিসাব বছরে এর মুনাফা হয়েছে ২৪ কোটি ৮৬ লাখ ৪০ হাজার টাকা, ইপিএস তিন টাকা ৮ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ৭২ টাকা ৬৮ পয়সা।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, আজ ডিএসইতে এ শেয়ারের দাম কমেছে ৩ দশমিক ৮ শতাংশ বা এক টাকা ৭০ পয়সা। দিনভর দাম ৪২ টাকা ৪০ পয়সা থেকে ৪৪ টাকা ৫০ পয়সার মধ্যে ওঠানামা করে। সর্বশেষ লেনদেন হয় ৪৩ টাকা, যা সমন্বয় শেষে দাঁড়ায় ৪২ টাকা ৯০ পয়সা। গত এক মাসের মধ্যে এর সর্বনিম্ন দাম ছিল ৩৬ টাকা ৭০ পয়সা ও সর্বোচ্চ ৪৬ টাকা ৪০ পয়সা।
১৯৯৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত এ কোম্পানির অনুমোদিত মূলধনের পরিমাণ ২০০ কোটি টাকা ও পরিশোধিত মূলধনের পরিমাণ ৮৪ কোটি ৬৭ লাখ টাকা। রিজার্ভের পরিমাণ ৫০১ কোটি ৩৭ লাখ টাকা। বাজারে মোট শেয়ার আট কোটি ৪৬ লাখ ৬৬ হাজার ৮০৭টি রয়েছে; এর মধ্যে উদ্যোক্তা-পরিচালক ৫০ দশমিক ৭৫ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ১৪ দশমিক ৪৫ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে ৩৪ দশমিক ৮ শতাংশ।
সর্বশেষ আর্থিক প্রতিবেদন ও বাজার দামের ভিত্তিতে এর দাম-আয় অনুপাত (পিই রেশিও) ১৯ দশমিক ২৭।