ডিএসইর লেনদেন ১০০০ কোটি টাকা ছাড়াল
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সেচঞ্জে (ডিএসই) আজ সোমবার লেনদেনের পরিমাণ এক হাজার কোটি টাকা ছাড়িয়েছে, যা সাড়ে সাত মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত বছরের ১৪ অক্টোবর এ স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছিল এক হাজার ৯৭ কোটি টাকা।
বাজার সংশ্লিষ্টদের মতে, সম্প্রতি কিছু গ্রুপের কোম্পানির শেয়ারে বিনিয়োগের আগ্রহ দেখা যাচ্ছে। এতে এসব কোশ্পানির শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বেড়ে চলেছে। এর পেছনে গুজব সৃষ্টি করা হচ্ছে বলে তাঁদের ধারণা। আর সব ধরনের বিনিয়োগকারী বর্তমানে নতুন করে বিরিয়োগ করছেন। অনেকে বিনিয়োগ পুনর্বিন্যাস করছেন। এতে লেনদেন বাড়ছে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, লেনদেনের শুরু থেকেই ক্রয়াদেশ বাড়তে থাকে। ফলে স্টক এক্সচেঞ্জটির প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪৬৬২.৮২ পয়েন্ট ওঠে। তবে পরবর্তি সময়ে বিক্রির চাপ আসতে থাকে। এতে লেনদেন শেষে এ সূচক আগের দিনের চেয়ে ৩৬ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৪৬২৩.৬৩। এ ছাড়া ডিএস-৩০ সূচক ৭ পয়েন্ট ও শরিয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়েছে।
আজ ডিএসইতে ৩১৯টি কোম্পানির ২৩ কোটি ৬১ লাখ ৪১ হাজার ৬২৭টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ১০০২ কোটি ৩৩ লাখ ৯০ হাজার ৯৯৩ টাকা, যা আগের দিনের চেয়ে ২১৩ কোটি ৯২ লাখ টাকা বেশি। লেনদেন হওয়া ৩১৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬৯টির, কমেছে ১১৩টির এবং অপরিবর্তিত ছিল ৩৭টির।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ৭৬ কোটি ৭২ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১৭ কোটি ৬২ লাখ টাকা কম।
ডিএসইতে টাকার পরিমাণে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- কেপিসিএল, সামিট পাওয়ার, গ্রামীণ ফোন, বেক্সিমকো লিমিটেড, সাইফ পাওয়ার, বারাকা পাওয়ার, সামিট পূর্বাঞ্চল, ইউনাইটেড পাওয়ার, লাফার্জ সুরমা সিমেন্ট ও এমজেএল বিডি।
দাম বাড়ায় এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- ওরিয়ন ফার্মা, ইউনিয়ন ক্যাপিটাল, গোল্ডেন সন, ন্যাশনাল হাউজিং, মেঘনা সিমেন্ট, জিপিএইচ ইস্পাত, আইসিবি ১ম এনআরবি, এফবিএফ আইএফ, রূপালি ব্যাংক ও ম্যারিকো ইন্ডাস্ট্রিজ।
বেশি দাম হারোনো ১০টি কোম্পানি হলো- সাভার রিফ্র্যাক্ট্ররিজ, বিএসআরএম লিমিটেড, ইমাম বাটন, এসিআই ফরমুলেশন, স্ট্যার্ন্ডার্ড ইন্স্যুরেন্স, ফার কেমিক্যাল, সাইফ পাওয়ার, ৫ম আইসিবি, শাহজিবাজার পাওয়ার ও সামিট অ্যালায়েন্স পোর্ট।