পাটপণ্যে শুল্ক নিয়ে ভারতের সঙ্গে কথা হবে : শিল্পমন্ত্রী

Looks like you've blocked notifications!

পাটজাত পণ্য রপ্তানির ক্ষেত্রে আরোপিত অ্যান্টি-ডাম্পিং শুল্কের বিষয়টি নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। 

আজ বুধবার শিল্পমন্ত্রীর সঙ্গে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) নতুন কমিটির নির্বাচিত পরিচালনা পর্ষদের সৌজন্য সাক্ষাৎকালে মন্ত্রী এসব কথা বলেন। 

বৈঠকে পাট থেকে কাগজ তৈরি, হালাল খাবারের অনুকূলে বিএসটিআইয়ের হালাল সার্টিফিকেশন, এসএমই উদ্যোক্তাদের ইকোনমিক জোনে প্লট বরাদ্দ দেওয়া, সিঙ্গেল ডিজিটে সুদে অর্থায়ন, বিভিন্ন শিল্প খাতে ব্যাক-ওয়াড লিংকেজ স্থাপন, এসএমই উদ্যোক্তাদের জন্য ট্রেড লাইসেন্স ফি হ্রাস ও শিল্প খাতে সরকারের পৃষ্ঠপোষকতা নিয়ে আলোচনা হয়। 

শিল্পমন্ত্রী বলেন, বিশ্বের ১৫০ কোটি মুসলমানের জন্য হালাল খাদ্যের বিশাল বাজার রয়েছে। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি খাদ্যপণ্য রপ্তানির জন্য বিএসটিআই এবং ইসলামিক ফাউন্ডেশনের আওতায় হালাল সার্টিফিকেশনের ব্যবস্থা করা হবে। 

বৈঠকে ঢাকা চেম্বারের নেতারা বলেন, পাটজাত পণ্য রপ্তানির ক্ষেত্রে আরোপিত অ্যান্টি-ডাম্পিং ব্যবস্থার ফলে ভারতে বাংলাদেশের রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছে। বন্ধুপ্রতিম প্রতিবেশী রাষ্ট্র হিসেবে দ্বিপক্ষীয় বাণিজ্য জোরদার ও বাণিজ্য ঘাটতি কমাতে এ বিষয়ে এখনই উদ্যোগ নেওয়া প্রয়োজন। তারা এ বিষয়ে দ্রুত সরকারের হস্তক্ষেপ কামনা করেন। 

ডিসিসিআইয়ের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি আবুল কাসেম খান। 
বৈঠকে জ্যেষ্ঠ শিল্পসচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া উপস্থিত ছিলেন।