‘আন্তর্জাতিক প্রতিযোগিতায় পোশাকশিল্প সক্ষমতা হারাচ্ছে’

Looks like you've blocked notifications!
পোশাকশিল্পের বর্তমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিজিএমইএ। ছবি : বিজ্ঞপ্তি

‘পোশাকশিল্পকে স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন প্রতিকূলতা মোকাবিলা করে এগিয়ে যেতে হচ্ছে। এ প্রেক্ষাপটে আন্তর্জাতিক প্রতিযোগিতায় আমরা ক্রমেই সক্ষমতা হারাচ্ছি।’

আজ সোমবার পোশাকশিল্পের সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি সিদ্দিকুর রহমান। বিজিএমইএ ভবনে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

বিজিএমইএর সভাপতি বলেন, ‘‌বর্তমানে বিশ্ব অর্থনীতিতে একটি অস্থির অবস্থা বিরাজ করছে। যার প্রভাব পড়েছে পোশাক রপ্তানি খাতে। এরই মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে গত বছর জুলাই-ডিসেম্বর এ সময়ে আমাদের পোশাক রপ্তানি ৯ দশমিক ১১ শতাংশ কমেছে।’

সিদ্দিকুর রহমান বলেন, ‘সর্বশেষ রপ্তানি তথ্য অনুযায়ী চলতি বছরের ডিসেম্বর মাসে পোশাক রপ্তানি প্রবৃদ্ধি ৩ দশমিক ৫৩ শতাংশ হ্রাস পেয়েছে। আমাদের তৃতীয় বৃহত্তম বাজার যুক্তরাজ্যে ওই সময়ে প্রবৃদ্ধি ৫ দশমিক ১৯ শতাংশ কমেছে।’

এই পরিস্থিতিতে সরকারের কাছে অগ্রাধিকার ভিত্তিতে পোশাক শিল্পের জন্য অন্তত ঢাকার কাছাকাছি একটি এবং চট্টগ্রামের কাছাকাছি একটি করে শিল্প জোন প্রতিষ্ঠা করার দাবি জানান বিজিএমইএর সভাপতি। এটা সম্ভব না হলে সরকারি কোনো খাসজমি দেখে দুর্বল কারখানাগুলো স্থানান্তরের জন্য জমি বরাদ্দের পরামর্শ দেন সিদ্দিকুর রহমান।

ঘোষিত মুদ্রানীতি বিষয়ে সিদ্দিকুর রহমান বলেন, ‘সাম্প্রতিক বৈশ্বিক চ্যালেঞ্জসমূহ যেমন, ব্রেক্সিট পরবর্তী পাউন্ডের মূল্য পতনের ফলে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলা বিষয়ে যথেষ্ট দিকনির্দেশনা ঘোষিত মুদ্রানীতিতে নেই।’

এ সময় উপস্থতি ছিলেন, সংগঠনের সহসভাপতি এস এম মান্নান, মোহাম্মদ নাছির।