মধ্যম আয়ের দেশের স্বীকৃতি চাইবে বাংলাদেশ
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি নেওয়ার জন্য ২০১৮ সালে জাতিসংঘে আবেদন করবে বাংলাদেশ। আজ শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এ কথা জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
মধ্যম আয়ের দেশের স্বীকৃতির জন্য যে সমস্ত ক্রাইটেরিয়া পূরণ করার দরকার, তা এরই মধ্যে বাংলাদেশ পূরণ করেছে বলে জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘২০২১ সালের মধ্যে জাতিসংঘের কাছ থেকে মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি পাবে বলে আশা করছি।’
একই কথা বলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, ‘এর জন্য মাথা পিছু আয় এক হাজার ৪৪ ডলার প্রয়োজন। এটা অর্জিত হয়েছে। হিউম্যান ইনডেক্সে আমরা এগিয়ে আছি। জাতিসংঘ ও বিশ্বব্যাংকের কমিটি রয়েছে। তিন বছর ধরে পর্যবেক্ষণ করবে তারা। এরপর যদি কোনো সুপারিশ থাকে, তারা আমাদের সুপারিশ দেবে। এরপর তা আমরা পূরণ করব।’

এম এ নোমান