ডিএসইতে সূচক ও লেনদেন কমেছে
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার লেনদেন ও সূচক উভয়ই কমেছে। ডিএসইর প্রধান সূচক কমেছে ৪১ পয়েন্ট। অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন আগের দিনের চেয়ে কিছুটা বাড়লেও সার্বিক সূচক কমেছে।
ডিএসইতে আজ ৪৫০ কোটি ৬৭ লাখ ছয় হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৭১ কোটি ২১ লাখ টাকা কম। লেনদেন হাওয়া ৩০৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৬টির, কমেছে ২০২টির ও অপরিবর্তিত ছিল ২৭টির। ‘এ’ ক্যাটাগরির ৬২টির দাম বেড়েছে।
ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪১.৫৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪৫১৫.১৩ পয়েন্টে। আর ডিএসই-৩০ মূল্যসূচক ১৫ পয়েন্ট ও শরিয়াহ সূচক ৬.৯ পয়েন্ট কমেছে।
সিএসইতে আজ ৪৫ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১৮ লাখ ৩১ হাজার টাকা বেশি। সিএসইর সার্বিক সূচক আজ ১০৮.৯৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩৯০৫.৩৬ পয়েন্ট।
ডিএসইতে আজ লেনদেনে টাকার পরিমাণে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- ইউনাইটেড এয়ার, গ্রামীণফোন, স্কয়ার ফার্মা, বেক্সিমকো লিমিটেড, খুলনা পাওয়ার, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, লাফার্জ সুরমা, সামিট পাওয়ার, ফ্যামিলি টেক্স ও ইউনাইটেড পাওয়ার।
দাম বাড়ায় এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, সিভিও পিআরএল, ইউনাইটেড এয়ার, জাহিন স্পিনিং, আইসিবি প্রথম এনআরবি, মাইডাস ফাইন্যান্স, এশিয়ান টাইগার সন্ধ্যানী লাইফ গ্রোথ ফান্ড, প্রিমিয়ার ইন্স্যুরেন্স, ন্যাশনাল টি ও নর্দার্ন ইন্স্যুরেন্স।
বেশি দাম হারানো ১০টি কোম্পানি হলো- লাফার্জ সুরমা, ওরিয়ন ইনফিউশন, সামিট পাওয়ার, শাহজিবাজার, বেক্সিমকো, ফার কেমিক্যাল, এএফসি অ্যাগ্রো, বিএসআরএম লিমিটেড, সামিট অ্যালায়েন্স পোর্ট ও ইউনাইটেড পাওয়ার।