ব্যবসায়ীদের ভালোবাসা দিয়ে পণ্যের দাম স্থিতিশীল রাখতে চান বাণিজ্যমন্ত্রী
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/04/30/photo-1493554942.jpg)
ব্যবসায়ীদের সঙ্গে সুসম্পর্ক রেখে, ভালোবাসার সম্পর্ক রেখে আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে চান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেছেন, ‘আমার দৃঢ় বিশ্বাস ইনশাল্লাহ বাজার সম্পূর্ণ স্বাভাবিক থাকবে।’
রমজান মাসে পণ্যের দাম না বাড়ালে ব্যবসায়ীদের পুরষ্কৃত করারও ঘোষণা দেন মন্ত্রী। রমজান মাসে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে বাণিজ্য মন্ত্রণালয় আজ রোববার সচিবালয়ে পণ্য উৎপাদক, আমদানিকারক, পরিশোধক এবং পাইকারি ও খুচরা বিক্রেতাদের সঙ্গে বৈঠকে বসেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন মন্ত্রী তোফায়েল আহমেদ। বৈঠকে বিভিন্ন বণিক সমিতির নেতারাও অংশ নেন। দুই ঘণ্টাব্যাপী এ বৈঠকে উৎপাদক, আমদানিকারক, পরিশোধক এবং পাইকারি ও খুচরা বিক্রেতারা তাদের সুবিধা-অসুবিধার কথা তুলে ধরেন। প্রত্যেক বক্তব্যই বেশ ধৈর্যের সঙ্গে শোনেন মন্ত্রী। বণিক সমিতির নেতারা বিভিন্ন অভিযোগও তুলে ধরেন মন্ত্রীর কাছে।
সবার বক্তব্য শেষে বাণিজ্যমন্ত্রী ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, ‘যেভাবেই হোক রমজানকে সামনে রেখে জিনিসপত্রের দাম বাড়তে দেওয়া যাবে না। আমার দৃঢ় বিশ্বাস ইনশাল্লাহ বাজার সম্পূর্ণ স্বাভাবিক থাকবে। ব্যবসায়ীদের সাথে বাড়াবাড়ি করে, পণ্যের মূল্য আমি নিয়ন্ত্রণে রাখতে চাইব, আমি কিন্তু তা না। আমি চাইব ব্যবসায়ীদের সাথে সুসম্পর্ক রেখে তাদের সাথে একটা ভালোবাসার সম্পর্ক রেখে, তাঁরাও দেশপ্রেমিক, দেশকে ভালোবাসেন, তাঁরা নিজেরাও উপলব্ধি করেন রোজার মাস একটা মাস, একটা পবিত্র মাস, বাজার স্বাভাবিক রাখবেন।’
তোফায়েল আহমেদ বলেন, ‘এবার রমজানকে সামনে রেখে আমরা আগে থেকেই বেশ সতর্ক। পর্যাপ্ত পরিমাণ মজুদ রয়েছে। এবার আমাদের টিসিবিও বেশ সক্রিয়।
আগামী ১৫ মে থেকে খোলাবাজারে টিসিবি নিত্যপণ্য বিক্রি শুরু করবে।’
হাওরাঞ্চলে আগাম বন্যায় ফসলহানির ঘটনা চালের বাজারে কোনো প্রভাব ফেলবে না জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, এবার সরকার সাড়ে তিন কোটি মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এটা আমাদের চাহিদার চেয়ে বেশি। ফলে আগাম বন্যায় যে ক্ষয়ক্ষতি হয়েছে, তাতে চালের বাজারে কোনো প্রভাব পড়বে না।