ফারইস্ট ফাইন্যান্সের ১২.৫% লভ্যাংশ ঘোষণা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/02/12/photo-1423727733.jpg)
শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ফারইস্ট ফাইন্যান্সের পরিচালনা পর্ষদ ২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য সাড়ে ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও আড়াই শতাংশ বোনাস শেয়ার। আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠানটির প্রতিবেদন অনুসারে, এই হিসাব বছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে এক টাকা ৯৩ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ১৩ টাকা।
আগামী ২৫ মার্চ সকাল ১০টায় রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টার-২-এ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এ সংশ্লিষ্ট রেকর্ড ডেট ২৬ ফেব্রুয়ারি।
গত এক মাসের মধ্যে এ শেয়ারের সর্বনিম্ন দাম ছিল ১৫ টাকা ৮০ পয়সা ও সর্বোচ্চ ১৮ টাকা ২০ পয়সা। লভ্যাংশ ঘোষণার কারণে ডিএসইতে আজ এ শেয়ারের দামে ঊর্ধ্বগতি দেখা গেছে।
২০১৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত এ কোম্পানির অনুমোদিত মূলধনের পরিমাণ ২০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ ১৬০ কোটি ১০ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ১৭ কোটি ১৮ লাখ টাকা।
বাজারে ‘জেড’ ক্যাটাগরির এ কোম্পানির ১৬ কোটি ৬১ হাজার ৭৮৬টি শেয়ার রয়েছে, যার মধ্যে উদ্যোক্তা-পরিচালক ৭১ দশমিক ৮৯ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ৩ দশমিক ৪ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে ২৪ দশমিক ৭১ শতাংশ।
সর্বশেষ প্রান্তিকের আর্থিক প্রতিবেদন ও বাজারদরের ভিত্তিতে এ শেয়ারের দাম-আয় অনুপাত (পিই রেশিও) ৮ দশমিক ৮১।