স্পট ও ব্লক মার্কেটে তিন কোম্পানি

শেয়ারবাজারে তালিকাভুক্ত ফ্যামিলিটেক্স, রূপালী লাইফ ও সামিট অ্যালায়েন্স পোর্টের লেনদেন আগামীকাল মঙ্গলবার ও পরশু বুধবার স্পট ও ব্লক মার্কেটে হবে। এর পরের দিন বৃহস্পতিবার রেকর্ড ডেটের কারণে এসব শেয়ারের লেনদেন বন্ধ থাকবে। আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সামিট অ্যালায়েন্স পোর্ট : বিশেষ সাধারণ সভার (ইজিএম) জন্য ৯ জুলাই এর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। তবে রাইট শেয়ার ইস্যুর জন্য নিয়ন্ত্রণকারী সংস্থার অনুমোদন সাপেক্ষে পরবর্তী সময়ে জানানো হবে।
সেবা ও আবাসন খাতের এই কোম্পানির শেয়ারের সর্বশেষ দাম দাঁড়িয়েছে ৫৬ টাকা ৪০ পয়সা। গত এক মাসের মধ্যে এর সর্বনিম্ন দাম ছিল ৫৪ টাকা ও সর্বোচ্চ ৬৩ টাকা ৬০ পয়সা।
ফ্যামিলিটেক্স : কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও ইজিএমের জন্য বৃহস্পতিবার রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দেবে কোম্পানিটি।
রূপালী লাইফ : বিমা খাতের এই কোম্পানি ২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।
সর্বশেষ এ শেয়ারের দাম দাঁড়িয়েছে ৩৬ টাকা ২০ পয়সা। এক মাসে এর সর্বনিম্ন দাম ৩৫ টাকা ৮০ পয়সা ও সর্বোচ্চ ৩৭ টাকা ৯০ পয়সা।