লিনডে বিডির দাম বাড়ায় সংবেদনশীল তথ্য নেই
শেয়ারবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি লিনডে বাংলাদেশের (বিডি) সাম্প্রতিক সময়ে দাম বাড়ায় সংবেদনশীল কোনো তথ্য নেই। এর দাম অস্বাভাবিক হারে বাড়তে থাকলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ কোম্পানিটিকে নোটিশ দেয়। জবাবে কোম্পানির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। আজ বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
গত আট কার্যদিবস এ শেয়ারের দাম টানা বেড়েছে। এ সময়ে এর দাম ১৮৯ টাকা ৪০ পয়সা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১১৯ টাকা ৪০ পয়সা। গত এক মাসের মধ্যে এর সর্বনিম্ন দাম ৮৮৬ টাকা ৮০ পয়সা ও সর্বোচ্চ এক হাজার ১১৯ টাকা ৪০ পয়সা।
সর্বশেষ বার্ষিক আর্থিক প্রতিবেদন ও বাজার দামের ভিত্তিতে এ শেয়ারের দাম-আয় অনুপাত (পিই রেশিও) ২৭ : ৪৮।
২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, এ হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৬২ কোটি ১০ হাজার টাকা, শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৪০ টাকা ৭৪ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ১৭১ টাকা ৩১ পয়সা।