সূচক বাড়াতে ভূমিকা আর্থিক খাতের
দেশের উভয় শেয়ারবাজারে টানা তিন কার্যদিবস মূল্যসূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার সূচক বাড়লেও লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই প্রবণতা দেখা গেছে।
ডিএসইতে আজ লেনদেন হয়েছে ৪৭৭ কোটি ৩৬ লাখ আট হাজার টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের দিনের চেয়ে ১৭ কোটি ২৬ লাখ টাকা কম। লেনদেন হওয়া মোট ৩১৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪৫টির, কমেছে ১১৯টির ও অপরিবর্তিত ছিল ৫২টি শেয়ারের দাম। আজ ‘এ’ ক্যাটাগরির ১২৩টি কোম্পানির দাম বেড়েছে।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আজ আগের কার্যদিবসের চেয়ে ২০.১৮ পয়েন্ট বেড়ে ৪৫৯৯.৯১ পয়েন্ট, ডিএস-৩০ মূল্যসূচক ১১.০৮ পয়েন্ট বেড়ে ১৭৯৫.২৫ পয়েন্ট এবং ডিএসইএস শরিয়াহ সূচক ৭.৩৬ পয়েন্ট বেড়ে ১১৩৩.৭৪ পয়েন্টে দাঁড়িয়েছে।
আজ ডিএসইর সূচক বাড়াতে বড় ভূমিকা রেখেছে আর্থিক খাতের শেয়ারগুলো। খাতওয়ারি বিশ্লেষণে দেখা গেছে, আজ ব্যাংকিং খাতের ৩০টি কোম্পানির মধ্যে ১৭টির দাম বেড়েছে। ব্যাংকবহির্ভূত আর্থিক খাতের ২৩টি কোম্পানি মধ্যে ২০টির দাম বেড়েছে। এ ছাড়া বিমা খাতেও বিভিন্ন কোম্পানির শেয়ারদরে ঊর্ধ্বগামী প্রবণতা দেখা গেছে।
সিএসইতে লেনদেন হয়েছে ৩২ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও মিউরচুয়াল ফান্ড, যা আগের দিনের চেয়ে আট কোটি ছয় লাখ টাকা কম। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১১৩টির, কমেছে ৯৬টির ও অপরিবর্তিত ছিল ৩৩টির দাম। সিএসইর সার্বিক সূচক ৫১ পয়েন্ট বেড়েছে।
ডিএসইতে লেনদেনে টাকার পরিমাণে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো : গ্রামীণফোন, ইফাদ অটোস, কেপিসিএল, ইউনাইটেড এয়ারওয়েজ, এসিআই লিমিটেড, বেক্সিমকো লিমিটেড, অলিম্পিক অ্যাকসেসরিজ, বেক্সিমকো ফার্মা, এএফসি এগ্রো ও স্কয়ার ফার্মা।
দাম বাড়ায় এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো : অ্যারামিট সিমেন্ট, এফবিএফআইএফ, গোল্ডেন সন্স, এমবিএল প্রথম মিউচুয়াল ফান্ড, এলআর গ্লোবাল মিউচুয়াল ফান্ড-১, এআইবিএল প্রথম ইসলামী মিউচুয়াল ফান্ড, ইউনিক হোটেল, পিপলস লিজিং, সিভিওপিআরএল ও অলিম্পিক ইন্ডাস্ট্রিজ।
বেশি দাম বাড়ানো ১০টি কোম্পানি হলো : উত্তরা ফাইন্যান্স, মুন্নু সিরামিকস, স্ট্যান্ডার্ড সিরামিকস, বিডি অটোকারস, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, ইমাম বাটন, সোনালী আঁশ, আইএফআইসি প্রথম মিউচুয়াল ফান্ড, হাক্কানী পাল্প ও শমরিতা হাসপাতাল।