মুনাফা বাড়ায় লেনদেনে এগিয়ে এসিআই
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার লেনদেনে এগিয়ে থাকা কোম্পানির তালিকায় শীর্ষে ছিল ওষুধ-রসায়ন খাতের কোম্পানি এসিআই লিমিটেড। আজ পাঁচ হাজার ৫৯৭ বারে এর ৮২ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
কোম্পানিটির শেয়ারের দাম আজ বেড়েছে ৭ দশমিক ৫ শতাংশ বা ৪৪ টাকা ৮০ পয়সা। দিনভর দাম ৬০৫ টাকা থেকে ৬৪২ টাকা ২০ পয়সার মধ্যে ওঠানামা করে। সর্বশেষ লেনদেন হয় ৬৩৯ টাকা ১০ পয়সা। সমন্বয় শেষে দাঁড়ায় ৫৯৭ টাকা ৪০ পয়সা।
অর্ধবার্ষিকী প্রান্তিকের (জানুয়ারি- জুন, ১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে জানা গেছে, হিসাব বছরের প্রথম ছয় মাসে কোম্পানিটির কর-পরবর্তী মুনাফা করেছে ২৩৯ কোটি ৮৭ লাখ ৮০ হাজার টাকা। একই সময়ে প্রতিষ্ঠানটির ইপিএস দাঁড়িয়েছে ৬০ টাকা ২৮ পয়সা।
শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ৪ পয়সা। আগের বছর একই সময় কোম্পানিটির ইপিএস ছিল ৪ টাকা ১ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটি মুনাফা করেছিল ১৫ কোটি ৮৩ লাখ ১০ হাজার টাকা।
এপ্রিল-জুন ১৫ কোম্পানিটি কর-পরবর্তী সমন্বিত মুনাফা করেছে ২৩১ কোটি ৯৯ লাখ ৬০ হাজার টাকা। আর শেয়ারপ্রতি সমন্বিত আয় করেছে ৫৮ টাকা ৩০ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির মুনাফা করেছিল ১১ কোটি ৩০ লাখ ৩০ হাজার টাকা। আর শেয়ারপ্রতি আয় করেছিল ২ টাকা ৮৬ পয়সা।
কোম্পানিটির অর্ধবার্ষিকী আর্থিক প্রতিবেদনে কোম্পানির মুনাফা ও ইপিএস বাড়ায় আজ কোম্পানির শেয়ার দর ও লেনদেনে প্রভাব পড়েছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।