উভয় বাজারে লেনদেন কমেছে
দেশের উভয় শেয়ারবাজারে আজ সোমবার লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে কমেছে। তবে দুই বাজারেই সূচক বেড়েছে।
ঈদের আগে ব্যক্তি পর্যায়ের ব্যস্ততা বাড়ায় লেনদেনে বিনিয়োগকারীদের অংশগ্রহণ কমেছে বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মোট ৩২১টি কোম্পানির ১১ কোটি ৭১ লাখ ৮৮ হাজার ৮৮১টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ৪৯৪ কোটি ৩২ লাখ ৮৭ হাজার ৫৭৬ টাকা, যা আগের দিনের চেয়ে ৫৯ কোটি ৪২ লাখ টাকা কম। লেনদেন হাওয়া ৩২১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪০টির, কমেছে ১২৭টির এবং অপরিবর্তিত ছিল ৫৪টির দাম।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আজ আগের কার্যদিবসের চেয়ে ১৩.৬৫ পয়েন্ট বেড়ে ৪৬২৮.৮৫ পয়েন্ট, ডিএস-৩০ মূল্যসূচক ৩.৮৬ পয়েন্ট বেড়ে ১৮১৫.০৭ পয়েন্ট এবং ডিএসইএস শরিয়াহ সূচক ৫.৬৬ পয়েন্ট বেড়ে ১১৪১.৯৪ পয়েন্টে দাঁড়িয়েছে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ লেনদেন হয়েছে ৩৭ কোটি ৭ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে ৮ কোটি ৬৯ লাখ টাকা কম। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১১৮টির, কমেছে ১০০টির ও অপরিবর্তিত ছিল ৩০টির দাম।
ডিএসইতে লেনদেনে টাকার পরিমাণে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলোঃ এসিআই লিমিটেড, গ্রামীণফোন, আরএকে সিরামিকস, কেপিসিএল, লাফার্জ সুরমা সিমেন্ট, অলিম্পিক অ্যাকসেসরিজ, বেক্সিমকো ফার্মা, ইউনাইটেড এয়ারওয়েজ, বেক্সিমকো লিমিটেড ও এসিআই ফরমুলেশন।
দাম বাড়ায় এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো: অ্যারামিট সিমেন্ট, বিডি ওয়েল্ডিং, এক্সিম প্রথম মিউচুয়াল ফান্ড, এমবিএল প্রথম মিউচুয়াল ফান্ড, এআইবিএল প্রথম ইসলামী মিউচুয়াল ফান্ড, মুন্নু সিরামিকস, হাক্কানী পাল্প, সায়হাম কটন,পপুলার প্রথম মিউচুয়াল ফান্ড ও শাইজবাজার পাওয়ার।
বেশি দাম হারানো ১০টি কোম্পানি হলো: এফবিএফআইএফ, অলিম্পিক অ্যাকসেসরিজ, জুট স্পিনার্স, এসিআই লিমিটেড, ইমাম বাটন, প্রথম প্রাইম ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড, ন্যাশনাল ফিডস, এশিয়ার টাইগার, আরএন স্পিনিং ও মাইডাস ফাইন্যান্স।