ফেসবুকের আয় বেড়েছে ৪৯%
অনলাইনভিত্তিক বিজ্ঞাপন থেকে আয়ের সাফল্য অব্যাহত রয়েছে ফেসবুক করপোরেশনের। যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে তালিকাভুক্ত এ প্রতিষ্ঠানের চতুর্থ প্রান্তিকে শেয়ারপ্রতি আয় হয়েছে ৪২ টাকা ৩০ পয়সা (৫৪ সেন্টস)। এ সময়ের মধ্যে আয় বেড়েছে ৪৯ শতাংশ। কোম্পানিটির এ প্রবৃদ্ধিতে প্রধান ভূমিকা রেখেছে মোবাইল ও ট্যাবে বিজ্ঞাপন।
তবে খরচ বাড়ার কারণে ২০১৩ সালের চতুর্থ প্রান্তিকের চেয়ে চলতি হিসাব বছরের একই সময়ে আয়ের প্রবৃদ্ধি ছিল অনেকটাই শ্লথ। এতে সর্বশেষ কার্যদিবসে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে কোম্পানিটির শেয়ারদর ২ দশমিক ৬ শতাংশ কমে।
বিশ্বের ইন্টারনেট জায়ান্ট গুগল ও ইয়াহুর চেয়ে ফেসবুক স্মার্টফোন ও ট্যাবলেটের মাধ্যমে বিজ্ঞাপন থেকে আয়ে বেশি সাফল্য পেয়েছে। যদিও গুগল ও ইয়াহু অনলাইনভিত্তিক বিজ্ঞাপন থেকে আয় পেতে অনেকটাই যুদ্ধ করতে হচ্ছে।
জেএমপি সিকিউরিটিজের বিশ্লেষক রোনাল্ড জোসে বলেন, ‘ফেসবুক অনলাইনের বিজ্ঞাপন থেকে আয় করছে। পাশাপাশি সামগ্রিক বিজ্ঞাপন থেকেও তারা আয় করছে।’
২০১৪ সালে প্রতিমাসে গড়ে ১৩৯ কোটি মানুষ ফেসবুক ব্যবহার করেছে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে। এ ব্যবহারকারীদের ৮৬ শতাংশই স্মার্টফোন ও ফোনের মাধ্যমে ফেসবুকের সেবা নিয়েছে।
মোবাইলের বিজ্ঞাপন থেকে কোম্পানিটি মোট আয়ের ৬৯ শতাংশ বা ১৯ হাজার ৪২৮ কোটি ৩২ লাখ টাকা আয় করেছে। অনেক বাণিজ্যিক প্রতিষ্ঠান গত বছর ভিডিও বিজ্ঞাপনও দিয়েছে। এ ক্ষেত্র থেকেও ফেসবুকের ভালো আয় এসেছে এবং ভবিষ্যতে আরো বাড়বে বলেই সংশ্লিষ্টদের ধারণা। তবে এ জন্য আরো অনেক কাজ করতে হবে বলে মনে করেন ফেসবুকের প্রধান অর্থ কর্মকর্তা ডেভ ওয়েনার। তিনি বলেন, ‘ফেসবুকে ভিডিও বিজ্ঞাপনের ক্ষেত্রে ব্যাপক আগ্রহ রয়েছে। এটি একটি সৃজনশীল মাধ্যম। ব্যবসায়ীরা এর কার্যকারিতা বুঝতে পারছেন।’
২০১৫ সালে ইন্টারনেটভিত্তিক ব্যবসার ক্ষেত্রে প্রতিযোগিতায় ভালো করতে হলে নতুন নতুন সেবা ও পণ্য যোগ করতে হবে। এ ক্ষেত্রে অনেক বিনিয়োগ করতে হবে বলে মনে করছে ফেসবুক কর্তৃপক্ষ। কারণ, বার্তা সেবাদানকারী হোয়াটসঅ্যাপ, ছবি আদান-প্রদান সেবাদানকারী ইনস্টাগ্রামসহ আরো অনেক প্রতিষ্ঠান ইন্টারনেটভিত্তিক ব্যবসায় ভালো করছে।
গবেষণা, উন্নয়ন, বিপণন ও বিক্রির খরচ বেড়ে যাওয়ায় চলতি হিসাব বছরের চতুর্থ প্রান্তিকে ফেসবুকের পরিচালন ব্যয় বেড়েছে ৮৭ শতাংশ। এতে প্রান্তিকের নিট আয়ের প্রবৃদ্ধি শ্লথ হয়েছে।
নিরীক্ষা ও গবেষণাপ্রতিষ্ঠান ম্যাকুয়্যারি রিসার্চের বিশ্লেষক বেন স্যাস্টার বলেন, ‘আমরা যা ভেবেছিলাম ফেসবুকের পরিচালন ব্যয় তার চেয়েও ঝুলে গেছে।’
চতুর্থ প্রান্তিকে ফেসবুকের মোট আয় বেড়েছে ৩০ হাজার ১৬০ কোটি ৯০ লাখ টাকা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ২০ হাজার ২৯০ কোটি ছয় লাখ টাকা। এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৪২ টাকা ৩০ পয়সা। যদিও এ সময়ে এর শেয়ারপ্রতি আয় ৩৮ টাকা ৩৯ পয়সা হবে বলে মনে করেছিলেন বিশ্লেষকরা।