সোনার দাম ভরিতে কমল ১৫৪০ টাকা

Looks like you've blocked notifications!

আন্তর্জাতিক বাজারে দরপতন হওয়ায় দেশে সোনার দাম ভরিতে এক হাজার ৫৪০ টাকা পর্যন্ত কমেছে। এটি ২২ ক্যারেট সোনার হিসাব। আজ বৃহস্পতিবার থেকেই এ মূল্য সারা দেশে কার্যকর হবে। বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেট সোনা প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ৪২ হাজার ৯৮১ টাকা, ২১ ক্যারেট ৪০ হাজার ৮৮২ টাকা ও ১৮ ক্যারেট সোনা ৩৪ হাজার ২৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া সনাতন পদ্ধতির সোনা  ভরিপ্রতি ২২ হাজার ৮৬১ টাকা।

রুপার দামও কমেছে। ভরিপ্রতি ২১ ক্যারেট রুপার দাম ৯৯১ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বুধবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৪৪ হাজার ৫২১ টাকা, ২১ ক্যারেট ৪২ হাজার ৪২১ টাকা এবং ১৮ ক্যারেট ৩৫ হাজার ৭৭৩ টাকায় বিক্রি হয়। এ ছাড়া সনাতন পদ্ধতির সোনার ভরি ছিল ২৪ হাজার ৮৬ টাকা। আর রুপার ভরি ছিল এক হাজার ৪৯ টাকা।

আজ নতুন দাম কার্যকর হওয়ায় প্রতি ভরি ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনা সর্বোচ্চ এক হাজার ৫৪০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে এক হাজার ২২৫ টাকা কমেছে। অন্যদিকে ভরিতে ৫৮ টাকা কমেছে রুপার দাম।

চলতি বছরের মার্চ মাসে সর্বশেষ সোনার দাম কমিয়েছিল জুয়েলার্স সমিতি। সে সময় আন্তর্জাতিক বাজারে কয়েক দিনের ব্যবধানে প্রতি আউন্স (২.৪৩ ভরি) সোনার দাম এক হাজার ২০০ থেকে কমে এক হাজার ১৬০ মার্কিন ডলার হয়। তবে গত সোমবার সোনার দাম এক হাজার ৮৮ ডলারে নেমে যায়। গত পাঁচ বছরের মধ্যে এটি সোনার সর্বনিম্ন দাম।

চলতি বছর চীনে সোনার মজুদ প্রত্যাশার চেয়ে অনেক কমবে। এ কারণে যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়ার আশঙ্কা সৃষ্টি হওয়ায় বিনিয়োগকারীরা সোনা বিক্রি বাড়িয়েছেন। এতে আন্তর্জাতিক বাজারে সোনার দামে নিম্নগামী প্রবণতা দেখা দিয়েছে।