সামিট অ্যালায়েন্স পোর্টের উদ্যোক্তার শেয়ার বিক্রির ঘোষণা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/02/16/photo-1424071023.jpg)
সেবা ও আবাসন খাতের কোম্পানি সামিট অ্যালায়েন্স পোর্টের প্রাতিষ্ঠানিক উদ্যোক্তা সামিট ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড মার্কেন্টাইল করপোরেশন আট লাখ ৮৫ হাজার শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। এই উদ্যোক্তার কাছে কোম্পানিটির মোট ৮৪ লাখ ৭২ হাজার ৮৩৩টি শেয়ার রয়েছে। ৩০ কার্যদিবসের মধ্যে উল্লিখিত পরিমাণ শেয়ার বিক্রি সম্পন্ন হবে। আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
গতকাল রোববার এ কোম্পানির আরেক প্রাতিষ্ঠানিক উদ্যোক্তা অ্যালায়েন্স হোল্ডিং সাত লাখ ৮৮ হাজার ৭০০ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। এ উদ্যোক্তার কাছে কোম্পানিটির তিন কোটি ৭৮ লাখ ৬৯ হাজার ৪৬৭টি শেয়ার রয়েছে।
সামিট অ্যালায়েন্স পোর্ট ২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ হিসেবে ঘোষণা দিয়েছে। এ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮২ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৪২ টাকা ২৯ পয়সা।
এদিকে, কোম্পানিটির পরিচালনা পর্ষদ পাঁচটি সাধারণ শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার ছাড়বে। এ ক্ষেত্রে ১৫ টাকা প্রিমিয়ামসহ রাইটের দাম নির্ধারণ করা হয়েছে ২৫ টাকা।
গত এক মাসের মধ্যে কোম্পানিটির শেয়ারের সর্বনিম্ন দাম ছিল ৫৬ টাকা ৪০ পয়সা ও সর্বোচ্চ ৭৬ টাকা ৪০ পয়সা। গতকাল এর দাম ছিল ৬২ টাকা ৫০ পয়সা। আজ এর দামে নিম্নগামী প্রবণতা রয়েছে।