হাক্কানী পাল্পের দাম বাড়ার কারণ তদন্তে সময় বাড়ল
শেয়ারবাজার নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) হাক্কানী পাল্পের শেয়ারের দাম বাড়ার কারণ তদন্তের সময় ১১ আগস্ট পর্যন্ত বাড়িয়েছে। এর আগে গত ৩০ জুন কোম্পানিটির শেয়ারের দাম অস্বাভাবিক হারে বাড়ার কারণ অনুসন্ধানের কথা জানায়। আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
‘বি’ ক্যাটাগরির হাক্কানী পাল্প ২০১০-১৪ সাল পর্যন্ত শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ করে নগদ লভ্যাংশ দিয়ে আসছে।
২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৭৬ লাখ ৩০ হাজার টাকা, শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৪০ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ৩০ টাকা সাত পয়সা।
গত এক মাসের মধ্যে এ শেয়ারের সর্বনিম্ন দাম ছিল ৪৫ টাকা ১০ পয়সা ও সর্বোচ্চ ৫৯ টাকা ৫০ পয়সা। সর্বশেষ আর্থিক প্রতিবেদন ও বাজার দামের ভিত্তিতে এ শেয়ারের দাম-আয় অনুপাত (পিই রেশিও) ১৭৭ দশমিক ২৭।