বিনিয়োগকারীদের আগ্রহে ইউনাইটেড এয়ারের শেয়ারদরে উল্লম্ফন
শেয়ারবাজারে তালিকাভুক্ত ভ্রমণ ও আবাসন খাতের কোম্পানি ইউনাইটেড ওয়ারওয়েজের শেয়ারের দাম কম থাকায় এর প্রতি সম্প্রতি বিনিয়োগকারীদের ঝোঁক বেড়েছে। এতে কয়েক দিন ধরে এ শেয়ার ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকছে। ক্রয়াদেশ বাড়ায় আজ এর দামে উল্লম্ফন দেখা যায়।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, সর্বশেষ আর্থিক প্রতিবেদন ও বাজার দামের ভিত্তিতে ইউনাইটেড এয়ারের দাম-আয় অনুপাত (পিই রেশিও) ১৩ দশমিক ৬।
গত মে মাসে এ শেয়ারের দাম ছিল ৬ টাকা ৭০ পয়সা, যা এক বছরে সর্বনিম্ন। কিন্তু এ শেয়ারে বিনিয়োগে ঝোঁক সৃষ্টি হওয়ায় এ সময়ের পর থেকে এর লেনদেন ও দাম বাড়তে থাকে।
ডিএসইতে আজ এ শেয়ারের দাম ৮.৩৩ শতাংশ বা ৯০ পয়সা বেড়েছে। দিনভর দাম ১০ টাকা ৯০ পয়সা থেকে ১১ টাকা ৮০ পয়সার মধ্যে ওঠানামা করে। সর্বশেষ লেনদেন হয় ১১ টাকা ৭০ পয়সা, যা সমন্বয় শেষে অপরিবর্তিত ছিল। আজ আট হাজার ৮২৪ বারে কোম্পানিটির তিন কোটি ৭৭ লাখ ৫৫ হাজার ৩৭৩টি শেয়ার লেনদেন হয়েছে।
২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরের জন্য কোম্পানিটির পরিরচালনা পর্ষদ ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ হিসেবে দিয়েছে। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে এ হিসাব বছরে এ কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৫৮ কোটি সাত লাখ ৬০ হাজার টাকা, শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১ টাকা ২ পয়সা এবং শেয়ারপ্রেতি নিট সম্পদমূল্য (ইপিএস) ১২ টাকা ৫ পয়সা।
এ ক্যাটাগরির ইউনাইটেড এয়ারওয়েজের বর্তমানে অনুমোদিত মূলধন এক হাজার কোটি টাকা ও পরিশোধিত মূলধন ৬২৪ কোটি ৮১ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ১৮ কোটি ৮২ লাখ টাকা। বাজারে শেয়ার ৬২ কোটি ৪৮ লাখ আট হাজার ৮০০টি। মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা-পরিচালক ৮ দশমিক ৪৪ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ১৯ দশমিক ৬২ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে ৭১ দশমিক ৯৪ শতাংশ শেয়ার।