ইউনাইটেড পাওয়ারের ১ কোটি ৩২ লাখ শেয়ার বিক্রিযোগ্য হবে কাল

ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির (ইউপিজিডিসিএল) আইপিওর বিডিংয়ে কেনা এক কোটি ৩২ লাখ শেয়ার আগামীকাল বুধবার থেকেই বিক্রির উপযোগী হচ্ছে । সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
বুকবিল্ডিং পদ্ধতিতে আইপিওতে আসা এ কোম্পানির এসব শেয়ার কিনেছিলো ৪৪টি প্রতিষ্ঠান। বুকবিল্ডিং পদ্ধতির নিয়ম অনুসারে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কেনা শেয়ার তিন মাসের লক-ইন থাকে। অর্থাৎ এসব শেয়ার তিন মাস মেয়াদ পুর্তির আগে অন্য কোনো ব্যাক্তি বা প্রতিষ্ঠানের কাছে বিক্রি বা হস্তান্তর করা যাবে না। এসব শেয়ারের লক-ইন মেয়াদের শেষ দিন ছিল আজ মঙ্গলবার।
বিডিংয়ে অংশ নিয়ে প্রতিষ্ঠানগুলো নিয়ম অনুযায়ী প্রতিষ্ঠানের প্রতিটি ৬০ টাকা দরের নির্দেশক মূল্যের শেয়ার ২০ শতাংশ বেশী দরে অর্থাৎ ৭২ টাকা করে ইউনাইটেড পাওয়ারের ওই শেয়ার কিনেছে। উল্লেখ, ইউনাইটেড পাওয়ার পুঁজিবাজারে ৩ কোটি ৩০ লাখ শেয়ার ছেড়ে ২৩৭ কোটি টাকা সংগ্রহ করে।
বিধি অনুসারে, বুকবিল্ডিং পদ্ধতির আইপিওতে ইস্যুযোগ্য শেয়ারের ৪০ ভাগ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য সংরক্ষিত থাকে। বিডিং বা দর নিলাম প্রক্রিয়ায় অংশ নিয়ে প্রতিষ্ঠানগুলোকে এ শেয়ার কিনতে হয়। নিবন্ধিত যে কোন প্রতিষ্ঠান সংশ্লিষ্ট শেয়ারের নির্দেশক মূল্যের সর্বোচ্চ এবং সর্বনিম্ন ২০ শতাংশ পর্যন্ত দর প্রস্তাব করতে পারে। সর্বোচ্চ মূল্য থেকে প্রতিষ্ঠানগুলোর বিপরীতে শেয়ার বরাদ্দ শুরু হয়।