কয়েকটি কোম্পানি ঘিরে লেনদেনে ঝোঁক
শেয়ারবাজারে বর্তমানে কয়েকটি কোম্পানি ঘিরে বিনিয়োগে বেশি আগ্রহ দেখাচ্ছেন বিনিয়োগকারীরা। ফলে এই কোম্পানিগুলো ঘিরে কয়েক দিন ধরে বেশি লেনদেন হচ্ছে।
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার আগের দিনের মতো ৯০০ কোটি টাকার ওপরে লেনদেন হয়েছে। আজ লেনদেন হয়েছে ৯০২ কোটি ৩৭ লাখ ৪১ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। আগের দিনের চেয়ে লেনদেন কমেছে ২৫ কোটি ৮৯ লাখ ৬৪ হাজার টাকা। লেনদেন হওয়া ৩২১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৭টির, কমেছে ১৫৫টির ও অপরিবর্তিত ছিল ২৯টির দাম।
বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, সম্প্রতি ব্যাংকিং ও ব্যাংকবহির্ভূত আর্থিক খাতের কোম্পানিতে বিনিয়োগে আগ্রহ দেখা গেছে। মূলত এই খাতের বেশির ভাগ কোম্পানির শেষ প্রান্তিকে শেয়ারপ্রতি আয় বেড়েছে। আর কয়েকটি কোম্পানি রয়েছে, যাদের ঘিরে শেয়ারবাজারের বিনিয়োগের মধ্যে এক ধরনের প্রত্যাশা সৃষ্টি হয়েছে। কয়েকটি কোম্পানি ব্যবসা সম্প্রসারণ ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আবার কোনো কোনোটির দাম অভিহিত মূল্যের কাছাকাছি। এসব কোম্পানি ঘিরেই কয়েক দিন লেনদেন আবর্তিত হয়েছে।
বর্তমানে লেনদেনে বেশি ঝোঁক দেখা যাচ্ছে ইউনাইটেড এয়ারের শেয়ারে। কোম্পানির শেয়ারের দাম গত মে মাসে ছিল গত দুই বছরের মধ্যে সর্বনিম্ন (ছয় টাকা ৭০ পয়সা)। দাম অভিহিত দামের অনেক নিচে নামায় বিনিয়োগকারীদের নজরে পড়ে কোম্পানিটি। তবে ১৬ জুনের পর এর প্রতি বিনিয়োগকারীদের এক ধরনের ঝোঁক সৃষ্টি হয়। কোম্পানিটির ব্যবসা সম্প্রসারণ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়ানো এবং অনুমোদিত ও পরিশোধিত মূলধন বাড়ানোর খবরে এ শেয়ারের লেনদেন তুঙ্গে ওঠে।
এ ছাড়া ইসলামী ব্যাংক, ফ্যামিলিটেক্স, সিটি ব্যাংক, ইউনাইটেড পাওয়ার জেনারেশন, বিচ হ্যাচারি, পিপলস লিজিং অ্যান্প ফাইন্যান্সসহ আরো কিছু কোম্পানির শেয়ার কয়েক দিন ধরে লেনদেন বেশি হয়েছে।
কয়েক দিন ধরে প্রাতিষ্ঠানিকসহ সব শ্রেণির বিনিয়োগকারী শেয়ারবাজারে লেনদেনে সক্রিয় হয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। শেয়ারবাজারের বিনিয়োগকারীদের মধ্যে বর্তমানে দীর্ঘ সময়ের পরিবর্তে স্বল্প মেয়াদে বিনিয়োগের ঝোঁক সৃষ্টি হয়েছে। মূলত ক্ষুদ্র বিনিয়োগকারীরা এ ধরনের কৌশল ধারণ করছেন।
বিভিন্ন কোম্পানির শেয়ারপ্রতি আয় বেড়েছে। পাশাপাশি লভ্যাংশ ঘোষণাও আসছে। এতে বিনিয়োগকারীদের মধ্যে বিনিয়োগ পুনর্বিন্যাসের প্রবণতা দেখা গেছে।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আজ আগের কার্যদিবসের চেয়ে ২.১৪ পয়েন্ট বেড়ে ৪৮৭৩.৯৬ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ মূল্যসূচক ১৫ পয়েন্ট কমে ১৮৮৯.৭৫ পয়েন্ট এবং ডিএসইএস শরিয়াহ সূচক ৫ পয়েন্ট কমে ১২০২.৯০ পয়েন্টে দাঁড়িয়েছে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ লেনদেন হয়েছে ৭৬ কোটি ৮৯ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে ছয় কোটি ৭৮ লাখ পাঁচ হাজার টাকা। লেনদেন হওয়া ২৬৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৮টির, কমেছে ১৩৪টির ও অপরিবর্তিত ছিল ৩১টির দাম। সিএসইর সার্বিক সূচক বেড়েছে ২২ পয়েন্ট।
ডিএসইতে লেনদেনে টাকার পরিমাণে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো : ইউনাইটেড পাওয়ার, ইসলামী ব্যাংক, স্কয়ার ফার্মা, লাফার্জ সুরমা সিমেন্ট, এসিআই লিমিটেড, ইউনাইটেড এয়ার, বেক্সিমকো লিমিটেড, বিএসআরএম লিমিটেড, অ্যাপেলো ইস্পাত ও বেক্সিমকো ফার্মা।
ডিএসইতে দাম বাড়ায় এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো : আনোয়ার গ্যালভানাইজিং, রংপুর ফাউন্ড্রি, আইএফআইসি, আলহাজটেক্স, রেনউইক যজ্ঞেশ্বর, এলআর গ্লোবাল মিউচুয়াল ফান্ড-১, ইবনে সিনা, এএমসিএল (প্রাণ), উসমানিয়া গ্লাস শিট ও চিচ হ্যাচারি।
বেশি দাম হারানো ১০টি কোম্পানি হলো : ড্যাফোডিল কম্পিউটার, ইউনাইটেড এয়ার, শাশা ডেনিমস, পিএফ প্রথম মিউচুয়াল ফান্ড, নাভানা সিএনজি, ইবিএল প্রথম মিউচুয়াল ফান্ড, মিরাক্যাল ইন্ডাস্ট্রিজ, পপুলার প্রথম মিউচুয়াল ফান্ড, বিএসআরএম স্টিল ও ফার কেমিক্যাল।