সোনার দাম কমেছে আবার

Looks like you've blocked notifications!
ফাইল ছবি

দুই সপ্তাহের মাথায় সোনার দাম আবার কমেছে। এবার সোনার দাম মানভেদে কমেছে প্রতি ভরিতে সর্বোচ্চ এক হাজার ২২৫ টাকা। এর আগে গত ২২ জুলাই সোনার দাম সর্বশেষ কমেছিল। 

বুধবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, আজ বৃহস্পতিবার থেকে নতুন দামে সোনা বিক্রি হবে। বিশ্ব বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশের বাজারে সোনার দাম নতুন করে নির্ধারণ করেছে বাজুস।

বিজ্ঞপ্তিতে বাজুসের নতুন মূল্য তালিকা দেওয়া হয়েছে। এটি অনুযায়ী, ২২ ক্যারেটের সোনা প্রতি ভরি কেনা যাবে ৪১ হাজার ৭৫৭ টাকায়। বুধবার পর্যন্ত এর দাম ছিল ৪২ হাজার ৯৮২ টাকা। ২১ ক্যারেটের সোনার ভরি বিক্রি হবে ৩৯ হাজার ৬৫৭ টাকায়। পূর্বে এর দাম ছিল ৪০ হাজার ৮৮২ টাকা ছিল। আর ১৮ ক্যারেটের সোনা থেকে বিক্রি হবে ৩৩ হাজার ৯ টাকায়। গতকাল পর্যন্ত যার দাম ছিল ৩৪ হাজার ২৩৪ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা আজ থেকে বিক্রি হবে ২১ হাজার ৮৭০ টাকায়। গতকাল যার দাম ছিল ২২ হাজার ৮৬১ টাকা।

এছাড়া রুপার দামও কমেছে। ভরিতে রুপার দাম ৫৮ টাকা কমেছে। আজ থেকে রুপা বিক্রি হবে প্রতি ভরি ৯৩৩ টাকায়। বুধবার পর্যন্ত এর দাম ছিল ৯৯১ টাকা।