ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর বোর্ড সভা বৃহস্পতিবার
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/02/16/photo-1424090230.jpg)
দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের পর্ষদ সভা আগামী বৃহস্পতিবার সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে। এ সভায় কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক পর্যালোচনা করবেন। আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটি গত বছরের ২৩ নভেম্বর ২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য অন্তর্বর্তীকালীন ১০০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
২০১৩ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য কোম্পানিটির পক্ষ থেকে চূড়ান্ত ৬২০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়া হয়েছে। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ওই হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৪৮৬ কোটি ৮৬ লাখ ৫০ হাজার টাকা, শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৮১ টাকা ১৪ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়ায় ১৪৮ টাকা ৩৬ পয়সা।
ডিএসইতে আজ এ শেয়ারের দাম কমেছে দশমিক ৪১ শতাংশ বা ১১ টাকা ৯০ পয়সা। দিনভর দাম দুই হাজার ৮৭০ টাকা থেকে দুই হাজার ৯১৯ টাকার মধ্যে ওঠানামা করে। সর্বশেষ লেনদেন হয় দুই হাজার ৮৭৩ টাকা, যা সমন্বয় শেষে দাঁড়ায় দুই হাজার ৮৭৮ টাকায়।