আলোচনা সভায় বক্তারা

সড়ক নির্মাণের ব্যয় ভারত ও চীনের চেয়ে বেশি

Looks like you've blocked notifications!
দ্য ডেইলি স্টার ও বিএসআরএমের উদ্যোগে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। ছবি : এনটিভি

বিশ্বের কয়েকটি দেশের চেয়ে সড়ক নির্মাণে বাংলাদেশে খরচ বেশি পড়ে। প্রতি কিলোমিটার সড়কে এ দেশে প্রায় ৫৫ কোটি টাকা খরচ হয়। যা ভারত ও চীনের চেয়ে অনেক বেশি।

আজ সোমবার দ্য ডেইলি স্টার সেন্টারে আয়োজিত গোলটেবিল আলোচনায় বক্তারা এসব কথা বলেন। প্রকৌশল খাতের প্রতিষ্ঠান বিএসআরএম ও দি ডেইলি স্টারের যৌথ উদ্যোগে ওই আলোচনার আয়োজন করা হয়।  

অনুষ্ঠানে পাকা রাস্তা নির্মাণে বাংলাদেশের প্রতি কিলোমিটারে খরচ বিশ্বের বেশির ভাগ দেশের থেকে তুলনামুলক বেশি মন্তব্য করে তা কমিয়ে আনতে সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।

আলোচনাসভায় বক্তারা বলেন, ‘প্রতি কিলোমিটার রাস্তায় এ দেশে প্রায় ৫৫ কোটি টাকা খরচ হয় যা ভারত, চীনের চেয়ে অনেক বেশি।’ বক্তারা বলেন, ‘বাংলাদেশ নদীমাতৃক হওয়া সত্ত্বেও টেকসই নৌ যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে না পারায় কাঙ্ক্ষিত জিডিপি অর্জিত হয় না।’

অনুষ্ঠানে দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, বিএসআরএমের হেড অব মার্কেটিং মোহাম্মদ ফিরোজসহ বুয়েটের বিভিন্ন বিভাগের অধ্যাপকরা অংশ নেন।