শান্তিনগরে বাণিজ্যিক স্পেস কিনবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক
শেয়ারবাজারে তালিকাভুক্ত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ রাজধানীর কাকরাইল রোডে শান্তিনগরে খুলনা ট্রেড স্কয়ারে ১৭ কোটি ৬৫ লাখ টাকায় পাঁচ হাজার বর্গফুট আয়তনের ফ্লোর স্পেস কেনার সিদ্ধান্ত নিয়েছে। আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক নতুন শাখা খুলতে খুলনা ট্রেড স্কয়ারের প্রথম ও দ্বিতীয় তলায় এ পরিমাণ জায়গা কিনবে। এর সঙ্গে তিনটি কার পার্কিংয়ের ব্যবস্থাও থাকবে। মোট খরচের সঙ্গে নিবন্ধন ফি, কর, মূসক ও আনুষঙ্গিক অন্যান্য খরচ যুক্ত থাকবে। বিষয়টি বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
ডিএসইতে গতকাল এই ব্যাংকের শেয়ারের দাম দাঁড়ায় নয় টাকা ৩০ পয়সা। গত এক মাসের মধ্যে এর সর্বনিম্ন দাম ছিল আট টাকা ৭০ পয়সা ও সর্বোচ্চ নয় টাকা ৪০ পয়সা।
সর্বশেষ আর্থিক প্রতিবেদন ও বাজার দামের ভিত্তিতে এ শেয়ারের দাম-আয় অনুপাত (পিই রেশিও) ১০ দশমিক ৫৭।