৩৭ লাখ শেয়ার বেচবে ইসলামী ব্যাংকের প্রাতিষ্ঠানিক উদ্যোক্তা
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৩৭ লাখ তিন হাজার ৫৪০টি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে দুবাই ইসলামী ব্যাংক। এই প্রাতিষ্ঠানিক উদ্যোক্তার কাছে কোম্পানিটির মোট ৬৭ লাখ তিন হাজার ৫৪০টি শেয়ার রয়েছে। ৩০ কার্যদিবসের মধ্যে এসব শেয়ার বাজারদরে কেনা হবে। আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
গত এক মাসের মধ্যে এ কোম্পানির শেয়ারের সর্বনিম্ন দাম ছিল ১৬ টাকা ৮০ পয়সা ও সর্বোচ্চ ২৮ টাকা ১০ পয়সা। সর্বশেষ আর্থিক প্রতিবেদন ও বাজার দামের ভিত্তিতে এ শেয়ারের দাম-আয় অনুপাত (পিই রেশিও) ৬ দশমিক ২৮।
চলতি হিসাব বছরের অর্ধবার্ষিকে (জানুয়ারি-জুন) ইসলামী ব্যাংকের কর-পরবর্তী নিট মুনাফা (অনিয়ন্ত্রিত সুদ ব্যতীত) কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৩৩৯ কোটি ৫২ লাখ ৪০ হাজার টাকা ও শেয়ারপ্রতি আয় (ইপিএস) দুই টাকা ১১ পয়সা। তবে আগের হিসাব বছরের একই সময়ে মুনাফা ছিল ৯৭ কোটি ৪০ লাখ ৬০ হাজার টাকা ও ইপিএস ৬১ পয়সা।
২০১৫ সালের এপ্রিল-জুন প্রান্তিকে কোম্পানিটির মুনাফা হয়েছে ২৯৯ কোটি ৪৪ লাখ ৬০ হাজার টাকা ও ইপিএস এক টাকা ৮৬ পয়সা। আগের হিসাব বছরের এই তিন মাসে মুনাফা হয় ৫৯ কোটি ১০ হাজার টাকা ও ইপিএস ৩৭ পয়সা।
চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) মুনাফা বেড়েছে ৪ দশমিক ৩৫ শতাংশ। প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৪০ কোটি সাত লাখ ৮০ হাজার টাকা ও শেয়ারপ্রতি আয় (ইপিএস) ২৫ পয়সা। তবে আগের হিসাব বছরের একই সময়ে মুনাফা ছিল ৩৮ কোটি ৪০ লাখ ৫০ হাজার টাকা ও ইপিএস ২৪ পয়সা।
২০১৪ সালের সমাপ্ত হিসাব বছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। এ হিসাব বছরে এর মুনাফা হয়েছে ৩৯৬ কোটি ৭৪ লাখ ২০ হাজার টাকা, ইপিএস দুই টাকা ৪৬ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ২৮ টাকা ৯৩ পয়সা।