ডিএসইতে লেনদেন কমেছে ১১৩ কোটি টাকা
দেশের উভয় শেয়ারবাজারে টানা চার কার্যদিবস লেনদেন কমেছে। আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমেছে ১১৩ কোটি টাকার বেশি। আজো বাজারে মুনাফা তুলে নেওয়ার প্রবণতা ছিল তীব্র।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে আজ লেনদেনের শুরু থেকেই বিক্রির চাপে সূচক পতন হতে থাকে, যা শেষাবধি অব্যাহত ছিল। এতে আগের দিনের চেয়ে সূচক কমে লেনদেন শেষ হয়।
ডিএসইতে আজ ৫৪৬ কোটি ৯৭ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, আগের দিনের চেয়ে ১১৩ কোটি ৩৮ লাখ কম। লেনদেন হওয়া ৩২০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯২টির, কমেছে ১৯১টির এবং অপরিবর্তিত ছিল ৩৭টির দাম।
বাজার-সংশ্লিষ্টদের মতে, বর্তমানে বাজারে বিনিয়োগের ক্ষেত্রে শেয়ারদর পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নিচ্ছেন বিনিয়োগকারীরা। তবে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা লেনদেন থেকে সরে থাকা কিংবা বিক্রির চাপ বাড়িয়ে দেওয়ার কারণেও বাজারে নেতিবাচক প্রভাব পড়ছে।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আজ আগের কার্যদিবসের চেয়ে ২৪.১৬ পয়েন্ট কমে ৪৭৯১.৪৭ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ মূল্যসূচক ৯ পয়েন্ট ও শরিয়াহ সূচক ৪.৮৯ পয়েন্ট কমেছে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ লেনদেন হয়েছে ৩৮ কোটি ১৮ লাখ ৬৬ হাজার ৮২৫ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। আগের দিনের চেয়ে লেনদেন কমেছে ১৪ কোটি ৯৮ লাখ টাকা। লেনদেন হওয়া ২৫৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৬টির, কমেছে ১৪৬টির ও অপরিবর্তিত ছিল ৩৭টির দাম। সিএসইর সার্বিক সূচক কমেছে ৭৬ পয়েন্ট।
ডিএসইতে লেনদেনে টাকার পরিমাণে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো : ইউনাইটেড পাওয়ার, ইসলামী ব্যাংক, ফার কেমিক্যাল, সিভিও পেট্রোকেমিক্যাল, বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিক, গ্রামীণফোন, অ্যাপোলো ইস্পাত, বেক্সিমকো লিমিটেড ও লাফার্জ সুরমা সিমেন্ট।