মন্নু জুট স্টাফলার্সের দাম বাড়ার কারণ নেই
শেয়ারবাজারে তালিকাভুক্ত পাট খাতের মন্নু জুট স্টাফলার্সের শেয়ারের সাম্প্রতিক সময়ে দাম বাড়ার সংবেদনশীল কোনো তথ্য নেই বলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ডিএসইর নোটিশের জবাবে জানানো হয়েছে। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, গত এক মাসের মধ্যে এ শেয়ারের সর্বনিম্ন দাম ছিল ২৩৫ টাকা ৫০ পয়সা ও সর্বোচ্চ ২৯০ টাকা ৩০ পয়সা। গতকাল সোমবার সম্বন্বয় শেষে এ শেয়ারের দাম দাঁড়ায় ২৭১ টাকা ৮০ পয়সা। মঙ্গলবার প্রতিষ্ঠানের প্রতিটি শেয়ারের দর ২৭৫ টাকা থেকে ২৯৫ টাকায় লেনদেন হয়।
২০১৫ সালের দ্বিতীয় প্রান্তিকে (জানু-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কর-পরবর্তী এক লাখ ৪০ হাজার টাকা। শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৩৫ পয়সা। সর্বশেষ আর্থিক প্রতিবেদন ও বাজার দামের ভিত্তিতে এ শেয়ারের দাম-আয় অনুপাত (পিই রেশিও) ৪১৮ দশমিক ৫৭।
২০১৪ সালের ৩১ জানুয়ারি শেষ হওয়া হিসাব বছরের জন্য কোম্পানির পক্ষ থেকে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়া হয়েছে। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, এ হিসাব বছরে কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১০ লাখ ১০ হাজার টাকা, শেয়ারপ্রতি আয় (ইপিএস) দুই টাকা ৫৩ পয়সা এবং শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ৪৯ টাকা ৪৬ পয়সা।