সন্ধানী লাইফ ইনস্যুরেন্সের লেনদেন বন্ধ বুধবার

Looks like you've blocked notifications!

রেকর্ড ডেটের কারণে শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানির লেনদেন বুধবার বন্ধ থাকবে। সোমবার ও মঙ্গলবার প্রতিষ্ঠানের শেয়ার স্পট মার্কেটে লেনদেন হয়। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ ২০১৪ অর্থবছরে ২২ শতাংশ বোনাস শেয়ার দেওয়ার সিদ্ধান্ত নেয়। এ হিসাব বছরে প্রতিষ্ঠানের শেয়ার প্রতি আয় (ইপিএস) দুই টাকা ১৬ পয়সা। প্রতিটি শেয়ারের সম্পদমূল্য (এনএভি) ২৭ টাকা ৬১ পয়সা।

প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভার তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১ সেপ্টেম্বর বেলা ১১ টা ৩০ মিনিটে। এজিএমের স্থান : এম এইচ সমরিতা হাসপাতাল অডিটোরিয়াম মিলনায়তন, ১১৭ তেজগাঁ, ঢাকা-১২০৮। সবশেষ ২০১৩ হিসাব বছরে প্রতিষ্ঠানটি ২৫ দশমিক ৫০ বোনাস শেয়ার দেয়। 

চলতি ২০১৫ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) সময়ে অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী আয় কমেছে তিন কোটি ১৯ লাখ ৮০ হাজার টাকা যা আগের বছরের একই সময়ে বেড়েছিল এক কোটি ৪১ লাখ ৭০ হাজার টাকা।

আর ২০১৫ সালে জীবন বিমা তহবিলের আয় কমে দাঁড়ায় ১১ কোটি ১০ লাখ ৯০ হাজার টাকা। যা আগের বছরে একই সময়ে আয় ছিল সাত কোটি ৭ লাখ ৯০ হাজার টাকা।

গত এক মাসে প্রতিষ্ঠানের প্রতিটি শেয়ারের দর সর্বনিম্ন ৫২ টাকা ১০ পয়সা আর সর্বোচ্চ ৫৪ টাকা ৩০ পয়সা। মঙ্গলবার দিনভর প্রতিষ্ঠানের প্রতিটি শেয়ারের দর ৫২ টাকা ৮০ পয়সা থেকে ৫৩ টাকা ২০ পয়সায় লেনদেন হয়। সবশেষ লেনদেন হয় ৫২ টাকা ৮০ পয়সায়।