বৃহস্পতিবার থেকে স্বাভাবিক লেনদেনে ৮ মিউচুয়াল ফান্ড

Looks like you've blocked notifications!

শেয়ারবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) পরিচালনায় থাকা আট মিউচুয়াল ফান্ডের লেনদেন রেকর্ড ডেটের পর আগামীকাল বৃহস্পতিবার থেকে স্বাভাবিক লেনদেন করবে। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ফান্ডগুলোর পরিচালনা পর্ষদ ২০১৪-১৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ ঘোষণা দিয়েছে। ফান্ডগুলোর মধ্যে প্রথম আইসিবি এক হাজার শতাংশ নগদ লভ্যাংশ দেবে। এ ছাড়া দ্বিতীয় আইসিবি ৪৫০, তৃতীয় ৩০০, চতুর্থ ৩০০, পঞ্চম ২৫০, ষষ্ঠ ১২০, সপ্তম ১৫০ ও অষ্টম আইসিবি ১৪০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

প্রথম আইসিবি : ২০১৪-১৫ হিসাব বছরে এর সম্পদমূল্য দাঁড়িয়েছে ১০ কোটি ৭০ লাখ ৫০ হাজার টাকা ও ইউনিটপ্রতি আয় ১৪২ টাকা ৭৩ পয়সা।

গত এক মাসের মধ্যে এর ইউনিটের সর্বনিম্ন দাম ছিল এক হাজার ১৬০ টাকা ও সর্বোচ্চ এক হাজার ৫৭৭ টাকা ২০ পয়সা।

দ্বিতীয় আইসিবি : ২০১৪-১৫ হিসাব বছরে এর সম্পদমূল্য দাঁড়িয়েছে দুই কোটি ৭৯ লাখ ৫০ হাজার টাকা ও ইউনিটপ্রতি আয় ৫৫ টাকা ৮৯ পয়সা।

গত এক মাসের মধ্যে এর ইউনিটের সর্বনিম্ন দাম ছিল ২৯০ টাকা ও সর্বোচ্চ ৩৩৩ টাকা ৩০ পয়সা।

তৃতীয় আইসিবি : ২০১৪-১৫ হিসাব বছরে এর সম্পদমূল্য দাঁড়িয়েছে তিন কোটি ৫৫ লাখ ৭০ হাজার টাকা ও ইউনিটপ্রতি আয় ৩৫ টাকা ৫৭ পয়সা।

গত এক মাসের মধ্যে এর ইউনিটের সর্বনিম্ন দাম ছিল ২৭৭ টাকা ৪০ পয়সা ও সর্বোচ্চ ৩০৫ টাকা ৬০ পয়সা।

চতুর্থ আইসিবি : ২০১৪-১৫ হিসাব বছরে এর সম্পদমূল্য দাঁড়িয়েছে তিন কোটি ৬২ লাখ ৯০ হাজার টাকা ও ইউনিটপ্রতি আয় ৩৬ টাকা ২৯ পয়সা।

গত এক মাসের মধ্যে এর ইউনিটের সর্বনিম্ন দাম ছিল ২৩০ টাকা ও সর্বোচ্চ ২৪৬ টাকা ৬০ পয়সা।

পঞ্চম আইসিবি : ২০১৪-১৫ হিসাব বছরে এর সম্পদমূল্য দাঁড়িয়েছে পাঁচ কোটি ৩৫ লাখ টাকা ও ইউনিটপ্রতি আয় ৩৫ টাকা ৬৭ পয়সা।

গত এক মাসের মধ্যে এর ইউনিটের সর্বনিম্ন দাম ছিল ১৯৪ টাকা ৯০ পয়সা ও সর্বোচ্চ ২১০ টাকা ৭০ পয়সা।

ষষ্ঠ আইসিবি : ২০১৪-১৫ হিসাব বছরে এর সম্পদমূল্য দাঁড়িয়েছে ছয় কোটি ৯৬ লাখ ৭০ হাজার টাকা ও ইউনিটপ্রতি আয় ১৩ টাকা ৯৩ পয়সা।

গত এক মাসের মধ্যে এর ইউনিটের সর্বনিম্ন দাম ছিল ৬১ টাকা ৫০ পয়সা ও সর্বোচ্চ ৬৫ টাকা ৯০ পয়সা।

সপ্তম আইসিবি : ২০১৪-১৫ হিসাব বছরে এর সম্পদমূল্য দাঁড়িয়েছে ছয় কোটি ২২ লাখ ৯০ হাজার টাকা ও ইউনিটপ্রতি আয় ২০ টাকা ৭৬ পয়সা।

গত এক মাসের মধ্যে এর ইউনিটের সর্বনিম্ন দাম ছিল ৯৫ টাকা ও সর্বোচ্চ ১১০ টাকা ৬০ পয়সা।

অষ্টম আইসিবি : ২০১৪-১৫ হিসাব বছরে এর সম্পদমূল্য দাঁড়িয়েছে আট কোটি ৬৩ লাখ ১০ হাজার টাকা ও ইউনিটপ্রতি আয় ১৭ টাকা ২৬ পয়সা।

গত এক মাসের মধ্যে এর ইউনিটের সর্বনিম্ন দাম ছিল ৬৬ টাকা ৪০ পয়সা ও সর্বোচ্চ ৭৪ টাকা ৮০ পয়সা।