সূচকের সঙ্গে বেড়েছে লেনদেন
টানা চার কার্যদিবস পতনের পর বুধবার আবারও ঘুরে দাঁড়িয়েছে দেশের দুই শেয়ারবাজার। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক গতকালের চেয়ে ৩০ পয়েন্ট বেড়েছে আর লেনদেন বেড়েছে ৬৮ কোটি ৮১ লাখ ৪৩ হাজার টাকা।
ডিএসইতে আজ যান্ত্রিক ত্রুটির কারণে লেনদেন সকাল ১০টা ৩০ মিনিটের পরিবর্তে ১২টা ১০ মিনিটে শুরু করে। বিলম্বে লেনদেন শুরুর কারণে লেনদেন চলে বিকেল ৪টা ১০ মিনিট পর্যন্ত। কার্যদিবসে লেনদেন হওয়া ৩০৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৮টির, কমেছে ৯১টির এবং অপরিবর্তিত ছিল ৫০টির। কোম্পানিগুলোর ১৩ কোটি ৩৯ লাখ ৩০ হাজার ৮৪৩টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের হাতবদলে ডিএসইতে মোট ৬১৫ কোটি ৭৯ লাখ ১২ হাজার ৭০ টাকার লেনদেন হয়।
বুধবার ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আজ আগের কার্যদিবসের চেয়ে ৩০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮২১ পয়েন্টে দাঁড়ায়। আর ডিএস-৩০ মূল্যসূচক ৮ দশমিক ৬৬ পয়েন্ট বেড়ে ১৮৬৮ দশমিক ১৪ এবং ডিএসইএস শরিয়াহ সূচক ৮ দশমিক ৬৩ পয়েন্ট বেড়ে ১১৯২ দশমিক ৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১০৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক ১১৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৮১১ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৪৮টি কোম্পানির, দর কমেছে ৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টি কোম্পানির।
ডিএসইতে লেনদেনে টাকার পরিমাণে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো : ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, রতনপুর স্টিল রি-রোলিং মিলস, শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, আলহাজ টেক্সটাইল, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ, ইসলামী ব্যাংক, ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিক এবং বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস।
দাম বাড়ায় এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো : ইসলামী ব্যাংক, এপেক্স ট্যানারি, সায়হাম কটন, এমারেল্ড অয়েল, বিএসআরএম লিমিটেড, সোনালী আঁশ, কাশেম ড্রাইসেল, আরএসআরএম স্টিল, সিএনএ টেক্স ও শাহজিবাজার পাওয়ার।
দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো : মাইডাস ফাইন্যান্স, জেমিনি সি ফুড, প্রাইম ইন্সুরেন্স, সোনারগাঁও টেক্সটাইল, রেনেটা লিমিটেড, গ্লোবাল ইন্সুরেন্স, তসরিফা ইন্ডাস্ট্রিজ, রেনউইক যজ্ঞেশ্বর, প্রগতি লাইফ ও এফবিএফআইএফ।